Pakistan Cricket

ঘরের মাঠে ১২০ রানে হার পাকিস্তানের, বাবরদের হারিয়ে সিরিজ় ড্র ওয়েস্ট ইন্ডিজ়ের

মুলতানে দ্বিতীয় টেস্ট হারল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ়ের স্পিনারদের সামনে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ১২০ রানে জিতে সিরিজ় ড্র করল ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৩:১৬
Share:

জয়ের পর উল্লাস ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটারদের। ছবি: পিটিআই।

মুলতানে প্রথম টেস্টে স্পিনের ফাঁদ পেতেছিল পাকিস্তান। সফলও হয়েছিল তারা। ফলে দ্বিতীয় টেস্টেও একই ফাঁদ পাতেন শান মাসুদ, বাবর আজ়মেরা। তবে এ বার নিজেরাই ফাঁদে পড়ল পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ়ের স্পিনারদের সামনে ভেঙে পড়ল পাকিস্তানের ব্যাটিং। ১২০ রানে জিতে সিরিজ় ড্র করল ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২৫৫ রান দরকার ছিল পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষে পাকিস্তানের রান ছিল ৪ উইকেটে ৭৬। আরও ১৭৮ রান দরকার ছিল তাদের। কিন্তু তৃতীয় দিন মাত্র ৫৭ রান করতে পারল তারা। তার মধ্যেই বাকি ৬ উইকেট পড়ে গেল। ১৩৩ রানে অল আউট হয়ে গেল পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ৩১ রান করেন বাবর। মহম্মদ রিজ়ওয়ান করেন ২৫ রান। বাকি কেউ রান পাননি। ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার জোমেল ওয়ারিকান ৫ উইকেট নেন। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন তিনি।

দ্বিতীয় টেস্ট শেষ হতে আড়াই দিনও লাগল না। প্রথম দিনই দু’টি ইনিংস শেষ হয়ে যায়। শুরু থেকেই মুলতানে দেখা যায় স্পিনের দাপট। প্রথমে ব্যাট করতে নেমে এক সময় ৫৪ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়ের। প্রথম আট ব্যাটারের মধ্যে কেভাম হজ ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। চার জন ফেরেন শূন্য রানে। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও দাপট দেখান পাক স্পিনার নোমান আলি। জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ ও কেভিন সিনক্লেয়ারকে পর পর তিন বলে আউট করেন তিনি। পাকিস্তানের প্রথম স্পিনার ও পঞ্চম বোলার হিসাবে টেস্টে হ্যাটট্রিক করেছেন তিনি। এই তালিকায় ওয়াসিম আক্রম, নাসিম শাহেরা রয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ়কে বাঁচান তাদের নিচের সারির ব্যাটারেরা। ন’নম্বরে নেমে গুড়াকেশ মোতি সবচেয়ে বেশি ৫৫ রান করেন। ১০ নম্বরে নেমে কিমার রোচ ২৫ ও ১১ নম্বরে নেমে জোমেল ওয়ারিকান করেন ৩৬ রান। ১৬৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস। ৪১ রান দিয়ে ৬ উইকেট নেন নোমান।

Advertisement

জবাবে পাকিস্তানের ব্যাটিংও ব্যর্থ। মহম্মদ রিজ়ওয়ান (৪৯) ও সাউদ শাকিল (৩২) ছাড়া কেউ রান পাননি। বাবর আজ়ম করেন মাত্র ১ রান। অধিনায়ক শান মাসুদ ১৫ রান করেন। ব্যাট হাতে শূন্য রানে ফেরেন নোমান। মাত্র ৪৭ ওভারে ১৫৪ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে রান করা তিন ক্রিকেটারই পাকিস্তানের ১০টি উইকেট নিয়েছেন। সিনক্লেয়ার ৪, মোতি ৩ ও রোচ ২ উইকেট নেন। ১৫৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। প্রথম ইনিংসে ৯ রান এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ়।

দ্বিতীয় ইনিংসে ২৪৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ়। অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট ৫২ রান করেন। এই টেস্টে এটিই একমাত্র অর্ধশতরান। দ্বিতীয় ইনিংসে ৪টি করে উইকেট নেন নোমান ও সাজিদ খান। তবে এই পিচের নিরিখে অনেক বেশি রান দেন তাঁরা। লক্ষ্য ২০০ রানের মধ্যে থাকলে তা-ও পাকিস্তানের কোনও সুযোগ থাকত। কিন্তু ২৫৫ রান করা প্রায় অসম্ভব ছিল। সেটাই দেখা গেল। ১২০ রানে হারল পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement