WTC Final 2023

টেস্ট বিশ্বকাপের ফাইনালে বৃষ্টির আশঙ্কা! কবে, কতটা বিঘ্ন হতে পারে খেলায়?

গত বার টেস্ট বিশ্বকাপের ফাইনালে বৃষ্টিতে খেলায় বিঘ্ন ঘটেছিল। এ বার ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। টেস্টের কোন দিন কত বৃষ্টি হতে পারে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুন ২০২৩ ২০:১৫
Share:

মাঠ ঢাকা কভারে। বৃষ্টির কারণে গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি গোটা দিনের খেলা ভেস্তে গিয়েছিল। —ফাইল চিত্র

গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল একটা গোটা দিনের খেলা। তার ফলে খেলা গড়িয়েছিল রিজার্ভ দিনে। বুধবার থেকে ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শুরু হতে চলা ফাইনালেও বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে লন্ডনের হাওয়া অফিস। তবে সব দিন বৃষ্টির সমান আশঙ্কা নেই। কোনও দিন বৃষ্টি বেশি হবে। আবার কোনও দিন প্রায় হবে না বললেই চলে।

Advertisement

বুধবার, টেস্টের প্রথম দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে মাত্র ১ শতাংশ। অর্থাৎ, সে দিন বৃষ্টি প্রায় হবে না বললেই চলে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি না হলেও আকাশে মেঘের পরিমাণ থাকবে ২১ শতাংশ।

বৃহস্পতিবার, দ্বিতীয় দিনও বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ রয়েছে। সে দিনের আবহাওয়াও আগের দিনের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২১ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘের পরিমাণ থাকবে ২৫ শতাংশ।

Advertisement

শুক্রবার, তৃতীয় দিনও আগের দু’দিনের মতোই বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ রয়েছে। সে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২২ ডিগ্রি সেলসিয়াস। আকাশে মেঘের পরিমাণ থাকবে ২৫ শতাংশ।

প্রথম তিন দিন বৃষ্টির আশঙ্কা কম থাকলেও চতুর্থ দিন রয়েছে। শনিবার, চতুর্থ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৫শতাংশ। সে দিন আকাশে মেঘের পরিমাণ থাকবে ৬৮ শতাংশ। তবে তাপমাত্রাও আগের তিন দিনের থেকে বাড়বে। শনিবার সর্বোচ্চ তাপমাত্র হবে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

টেস্টের পঞ্চম দিন বৃষ্টির আশঙ্কা আরও বেশি। হাওয়া অফিসের মতে, রবিবার, পঞ্চম দিন ৬২ শতাংশ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। সে দিন আকাশে মেঘের পরিমাণ থাকবে ৮৪ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার রাখা হয়েছে রিজার্ভ দিন। যদি খেলা রিজার্ভ দিনে গড়ায় তা হলে সেই দিনও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার বৃষ্টির সম্ভাবনা ৫৭ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। রিজার্ভ দিনে আকাশে মেঘের পরিমাণ থাকবে ৭২ শতাংশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement