Tilak Varma

চেন্নাইয়ে ম্যাচ জেতানো ইনিংস, তিলককে কী পুরস্কার দেবেন চেন্নাইয়ের ছেলে ওয়াশিংটন

চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিলক বর্মা। তার পুরস্কার হিসাবে তিলককে উপহার দিতে চান চেন্নাইয়েরই ছেলে ওয়াশিংটন সুন্দর।

Advertisement

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১০:৫৫
Share:

তিলক বর্মা। —ফাইল চিত্র।

চেন্নাইয়ে ম্যাচের আগে একটি খাবারের আবদার করেছিলেন তিলক বর্মা। সেই খাবার তাঁর খাওয়া হয়নি। তাতে অবশ্য তাঁর ফর্মে কোনও প্রভাব পড়েনি। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন তিলক। তার পুরস্কার হিসাবে তিলককে উপহার দিতে চান চেন্নাইয়েরই ছেলে ওয়াশিংটন সুন্দর। তিলকের জন্য ভোজের আয়োজন করবেন তিনি।

Advertisement

ম্যাচের আগে তিলক জানিয়েছিলেন, চেন্নাইয়ের বিশেষ ধোসা খেতে চান তিনি। সেই ইচ্ছা তাঁর পূরণ হয়নি। কিন্তু পরের বার তিনি যখন সেই শহরে যাবেন, তখন সেই ইচ্ছা পূর্ণ করবেন সুন্দর। ম্যাচ শেষে সুন্দর বলেন, “এ বার তো হল না। রবিবারই আমরা বেরিয়ে যাব। তাই সুযোগ পাব না। তবে পরের বার তিলক যখন চেন্নাইয়ে আসবে তখন ওর জন্য আমি ভোজের আয়োজন করব। এই ইনিংসের জন্য ওর এটুকু পুরস্কার পাওয়া উচিত।”

ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬৬ রান তাড়া করতে নেমে একটা সময় খারাপ পরিস্থিতিতে পড়েছিল ভারত। ৭৮ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দু’টি গুরুত্বপূর্ণ জুটি বাঁধেন তিলক। তার মধ্যে প্রথমটি সুন্দরের সঙ্গে। দু’জনে মিলে ২৮ বলে ৩৮ রান করেন। তার মধ্যে ১৯ বলে ২৬ রান করেন সুন্দর। তিনটি চার ও একটি ছক্কা মারেন তিনি।

Advertisement

সুন্দর আউট হলেও তিলক ক্রিজ়ে ছিলেন। শেষ পর্যন্ত টিকে থাকেন তিনি। ঠান্ডা মাথায় দলকে জেতান। চার বল বাকি থাকতে ২ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ৫৫ বলে ৭২ রানে অপরাজিত থাকেন তিলক। ম্যাচ শেষে তাঁর প্রশংসা শোনা যায় অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে। তিলকের পরিণত ব্যাটিংয়ের কথা বলেন তিনি। তাঁর ব্যাটিং দেখে সকলকে শেখার পরামর্শও দিয়েছেন সূর্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement