VVS Laxman

VVS Laxman: ভারত-নিউজিল্যান্ড টেস্টেই ধারাভাষ্যে ইতি টানতে হবে ভিভিএস লক্ষ্মণকে, কেন

মুম্বইতে চলতি ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টেই ধারাভাষ্যকার হিসেবে আপাতত শেষ দেখা যাবে লক্ষ্মণকে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ২৩:৪৯
Share:

ধারাভাষ্যকার হিসেবে পুরনো সতীর্থদের পাশে লক্ষ্মণ। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন। শনিবার কলকাতায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় চূড়ান্ত হল জাতীয় ক্রিকেট অ্যকাডেমির (এনসিএ) প্রধান হিসেবে ভিভিএস লক্ষ্মণের আসা। তিনি রাহুল দ্রাবিড়ের জায়গায় এলেন।

Advertisement

আগামী ১৩ ডিসেম্বর থেকে তিনি বেঙ্গালুরুতে এনসিএ-তে যোগ দেবেন। লক্ষ্মণ ছাড়াও এনসিএ-র পেস বোলিং কোচ হিসেবে ট্রয় কুলির নিয়োগেও শনিবার শিলমোহর পড়েছে। তিনি এর আগে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বোলিং কোচ ছিলেন।

বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানাচ্ছে, ‘‘লক্ষ্মণের সঙ্গে চুক্তি সই হয়ে গিয়েছে। মুম্বইতে চলতি ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টেই ধারাভাষ্যকার হিসেবে আপাতত শেষ দেখা যাবে লক্ষ্মণকে। ১৩ ডিসেম্বর থেকে উনি বেঙ্গালুরুতে কাজ শুরু করবেন। ওয়েস্ট ইন্ডিজে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময়ও ভারতীয় দলের সঙ্গে থাকবেন।’’

Advertisement

ছোটদের বিশ্বকাপে ভারতের কোচ হিসেবে থাকবেন হৃষিকেশ কানিতকর এবং সীতাংশু কোটাকের মধ্যে একজন। দু’ জনেই এখন এনসিএ-র কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement