বিরাট কোহলি এবং মহেন্দ্র সিংহ ধোনি। —ফাইল চিত্র।
ইডেন গার্ডেন্সের গেটে লাগল বিরাট কোহলির ছবি। আগামী বৃহস্পতিবার ইডেনে বিশ্বকাপের সেমিফাইনাল। তার আগে ইডেনের গেটে বিরাটের ছবি। সরানো হল মহেন্দ্র সিংহ ধোনির ছবি। তাঁর ছবির জায়গায় বিরাটের ছবি লাগানো হল।
ইডেনের প্রধান গেটের উপরে ভারতের বিভিন্ন ক্রিকেটারের ছবি লাগানো আছে। সেখানে রয়েছে কপিল দেব, সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণের ছবি। সেই তালিকায় এ বার যোগ হল বিরাটের ছবিও। এ বারের বিশ্বকাপে দু’টি শতরান করেছেন বিরাট। বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করে শতরান করেছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করেছিলেন ইডেনে। সেই ছবি লাগানো হল ইডেনের গেটে। তাঁর ছবিটির এক পাশে রয়েছে সচিনের ছবি। অন্য পাশে রয়েছে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্রাবিড় এবং লক্ষ্মণের সেই ঐতিহাসিক ইনিংসের ছবি।
বিরাট কোহলির ছবি লাগানো হচ্ছে ইডেনে। ছবি: পিটিআই।
বিরাটের ছবিটির ঠিক উপরে লাগানো হয়েছে ধোনির ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ছবি। সেটাই ছিল বিরাটের ছবির জায়গায়। স্থান পরিবর্তন হল ধোনির ছবিটির। এ ছাড়াও সৌরভের ছবি রয়েছে। ১৯৮৭ সালে ইডেনে বিশ্বকাপের ফাইনাল হয়েছিল। সেই ছবিও রয়েছে ইডেনের গেটে। জগমোহন ডালমিয়া বিশ্বকাপের ট্রফি তুলে দিয়েছিলেন অ্যালান বর্ডারের হাতে
আগে যেমন ছিল ইডেনের গেট। —ফাইল চিত্র।
ঐতিহাসিক সব ঘটনার সঙ্গে এ বার যোগ হল বিরাটের ছবি। তাঁর ৪৯তম শতরানের ছবি। সচিনকে এক দিনের ক্রিকেটে শতরানের তালিকায় ছুঁয়ে ফেলার ছবি এখন থেকে দেখা যাবে ইডেনের গেটে।