Womens IPL

মন্ধানাদের কাছে ট্রফি চান বিরাট

বুধবারই আরসিবির টিম হোটেলে পৌঁছে গিয়েছেন রিচা, স্মৃতি, এলিসা পেরি, রেণুকা সিংহ ঠাকুররা। প্রথম দিন তাঁদের ‘আরসিবি ডেন’ ঘুরিয়ে দেখানো হয়।

Advertisement

ইন্দ্রজিৎ সেনগুপ্ত 

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৩ ০৯:০২
Share:

চারমূর্তি: আরসিবি শিবিরে সতীর্থদের সঙ্গে স্মৃতি ও রিচা। টুইটার

পুরুষদের আইপিএলে এখনও পর্যন্ত ট্রফি আসেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে। বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পরে আরসিবি-কে ট্রফি দিতে পারেননি ফ্যাফ ডুপ্লেসিও। কিন্তু কোহিল ও ফ্যাফ দু’জনেই মনে করেন, স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিসা পেরির হাতেই উঠবে আরসিবির প্রথম ট্রফি।

Advertisement

বুধবারই আরসিবির টিম হোটেলে পৌঁছে গিয়েছেন রিচা, স্মৃতি, এলিসা পেরি, রেণুকা সিংহ ঠাকুররা। প্রথম দিন তাঁদের ‘আরসিবি ডেন’ ঘুরিয়ে দেখানো হয়। মেয়েদের জন্য রয়েছে একাধিক ইন্ডোর গেমসের ব্যবস্থা। সেই সঙ্গেই প্রিয় সিনেমা দেখার জন্য থিয়েটার রুমও রাখা হয়েছে। ‘প্লে-জ়োন’-এ রয়েছে ব্যাডমিন্টন, স্নুকার, ফুটবলের মতো গেমসের ব্যবস্থা। ‘প্লে-স্টেশন’-ও রাখা হয়েছে।

বৃহস্পতিবার থেকে শুরু হয় অনুশীলন। তার আগে আরসিবির মহিলা ক্রিকেটারদের আগে থেকে রেকর্ড করা একটি ভিডিয়ো দেখানো হয়। সেই ভিডিয়োয় বার্তা দেন বিরাট কোহলি ও ফ্যাফ ডুপ্লেসি। আরসিবি সূত্রে খবর নিয়ে জানা গেল মেয়েদের দলটি নিয়ে বিরাট খুবই উত্তেজিত। তিনি যে নিয়মিত আরসিবির ম্যাচে নজর রাখবেন, তাও জানিয়েছেন। স্মৃতিদের বিরাট-বার্তা, ‘‘আরসিবিকে আমরা এখনও ট্রফি দিতে পারিনি। আমার বিশ্বাস, তোমরাই প্রথম ট্রফি তুলে দেবে আরসিবিকে। এই দলের হয়ে আইপিএলের শুরু থেকে খেলেছি। বেঙ্গালুরু আমার অন্যতম প্রিয় শহর হয়ে উঠেছে। তোমরাও ধীরে ধীরে এই দল, এই শহরের সঙ্গে জুড়ে যাবে। নিজেদের এই শহরের একজন হিসেবেই মনে করতে শুরু করবে।’’

Advertisement

মেয়েদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন ডুপ্লেসিও। তাঁর কথায়, ‘‘আইপিএল বরাবরই ক্রিকেটার তুলে আনতে সাহায্য করে। আমরা নিশ্চিত, মেয়েদের আইপিএল থেকে ভাল ক্রিকেটার উঠে আসবে। আরসিবির হয়ে খেলা বরাবরই সম্মানের। আমি আশা করি, আরসিবিকে আলাদা উচ্চতায় পৌঁছে দেবে তোমরা। ট্রফি নিয়ে এসো আরসিবি।’’

বিরাট-ফ্যাফের বার্তার পরে স্মৃতিরা চাঙ্গা হয়ে অনুশীলনে নামেন। প্রথম দিন থেকেই ম্যাচের পরিস্থিতি তৈরি করে অনুশীলন শুরু হয়। সোফি ডিভাইন, এলিসারা প্রথম দিন থেকেই বিধ্বংসী মেজাজে। স্মৃতিদের আগমনের দিন আরসিবি একটি ভিডিয়ো তৈরি করে। যেখানে বাকি ক্রিকেটারেরা মিলে স্মৃতিকে খুঁজে বার করার চেষ্টা করেন। সকলের কাছেই জানতে চাওয়া হয়, ‘‘স্মৃতিকে কেউ দেখেছে?’’ শেষমেষ নিজেই দেখা দেন আরসিবি অধিনায়ক। স্মৃতি বলেন, ‘‘আপনারা কি আমাকে খুঁজছিলেন? চিন্তা নেই। মুম্বইয়ে আমি এসে গেছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement