T20 World Cup 2021

Virat Kohli: ‘এখনও অনেক খেলা বাকি’, গো-হারা হারের পরেও ইতিবাচক কথা শোনাচ্ছেন কোহলী

বিশ্বকাপের প্রথম দু’ম্যাচের ব্যর্থতা ভুলে আগামী দিনে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২১ ১১:০৭
Share:

বিশ্বকাপের ব্যর্থতা ভুলতে চান কোহলী ছবি: টুইটার

নিউজিল্যান্ডের কাছে বড় হারের পরেও ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ভারত অধিনায়ক বিরাট কোহলী। তাঁর মতে, এখনও অনেক খেলা বাকি রয়েছে। তাই ব্যর্থতা ভুলে ইতিবাচক মানসিকতা নিয়েই আগামী দিনে খেলতে হবে তাঁদের।

Advertisement

রবিবার খেলা শেষে সাক্ষাৎকারে ভারতীয় সমর্থকদের কাছে কার্যত ক্ষমা চেয়ে নেন ভারত অধিনায়ক। কোহলী বলেন, ‘‘যখন আপনি ভারতের হয়ে খেলেন তখন আপনার উপর অনেক চাপ থাকে। টেলিভিশনে অনেকে খেলা দেখেন। মাঠ ভরে দর্শক আসেন। তাই ক্রিকেটারদের বুঝতে হবে সেই প্রত্যাশার চাপ সামলে কী ভাবে খেলতে হয়। গত দু’ ম্যাচে সেটা আমরা করে উঠতে পারিনি।’’

তার পরেই অবশ্য ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। কোহলী বলেন, ‘‘আমাদের ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে। হিসাব করে ঝুঁকি নিতে হবে। চাপ কাটিয়ে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে হবে। এখনও অনেক খেলা বাকি রয়েছে।’’

Advertisement

টি২০ বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক সরু সুতোর উপর ঝুলছে। শুধু নিজেদের বাকি তিন ম্যাচে বড় জয় পেতে হবে তাই নয়, তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে। আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তবেই কোহলীদের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। যদিও সে সব ভুলে আগামী দিনে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement