বিরাট কোহলি। —ফাইল চিত্র
যত ক্ষণ তিনি ক্রিজে রয়েছেন, তত ক্ষণ বিশ্বাস আছে ভারতীয় সমর্থকদের। চতুর্থ দিনের শেষে ৪৪ রানে অপরাজিত বিরাট কোহলি। পঞ্চম দিন অজিঙ্ক রাহানেকে সঙ্গে নিয়ে আবার ব্যাট করতে নামবেন। এই জুটির উপরেই ভারতের হার-জিত নির্ভর করছে। এই পরিস্থিতিতে পঞ্চম দিনে খেলতে নামার আগে বার্তা দিলেন কোহলি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কোহলি লিখেছেন, ‘‘যদি আমাদের মনে খুব বেশি চিন্তা, ভয় ও সন্দেহ থাকে তা হলে বাঁচার ও ভালবাসার সুযোগ কম পাওয়া যায়। তার জন্য সব কিছুকে দূরে সরিয়ে রাখার অনুশীলন করতে হয়।’’
বিরাট কোহলির ইনস্টাগ্রাম স্টোরি।
কোহলি কেন এই কথা লিখেছেন তা নিশ্চিত না হলেও মনে করা হচ্ছে, শেষ দিনে ফুরফুরে মেজাজে খেলতে নামতে চাইছেন তিনি। রানের লক্ষ্য, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চাপ নিতে চাইছেন না। ক্রিজের মধ্যে ব্যাটিং উপভোগ করতে চাইছেন। সেই জন্যই হয়তো এ কথা লিখেছেন বিরাট।
টেস্ট বিশ্বকাপ জিততে এখনও ২৮০ রান করতে হবে ভারতকে। রান বিশাল না হলেও ভারতের সমস্যা উইকেট। ইতিমধ্যেই সাজঘরে ফিরে গিয়েছেন রোহিত শর্মা, শুভমন গিল ও চেতেশ্বর পুজারা। বাকিদের মধ্যে প্রথম ইনিংসে রবীন্দ্র জাডেজা ও শার্দূল ঠাকুর ভাল খেলেছেন। শ্রীকর ভরত ভরসা দিতে পারছেন না। তাই ভারতের রান তাড়া করা নির্ভর করছে বিরাট-রাহানে জুটির উপর। দিনের প্রথম সেশন সব থেকে গুরুত্বপূর্ণ। সেখানেই হয়তো ঠিক হয়ে যাবে কোন দল টেস্ট বিশ্বকাপ জিততে চলেছে।