বিরাট কোহলী। ফাইল ছবি।
প্রায় এক বছর ধরে ব্যাটে রান নেই বিরাট কোহলীর। তাঁর ছন্দ নিয়ে আলোচনা কম হচ্ছে না ক্রিকেট মহলে। কোহলীর খারাপ ছন্দ কি প্রভাব ফেলেছে তাঁর বাণিজ্যিক চুক্তিতেও? একটি সমীক্ষা বলছে একদমই না।
খারাপ ছন্দ মানে বিজ্ঞাপনের দুনিয়াতেও চাহিদা কমবে। সাধারণ এই ধারনাকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন কোহলী। ব্যাটে রান না থাকলেও কোহলীর লক্ষ্মী লাভ বিরামহীন। গত মার্চ মাসে শেষ হওয়া আর্থিক বছরে বিভিন্ন বিজ্ঞাপন থেকে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক আয় করেছেন প্রায় ২৪০ কোটি টাকা।
খেলোয়াড় জীবনের শেষ প্রান্তে এসে বিজ্ঞাপন বাবদ আয়ের তুঙ্গে থেকেছেন বা রয়েছেন এমন উদাহরণ কম নেই ক্রীড়া বিশ্বে। বর্তমান খেলোয়াড়দের মধ্যে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, রজার ফেডেরার, টাইগার উডসরা এক্ষেত্রে উজ্জ্বল উদাহরণ। খারাপ ছন্দ প্রভাব ফেলতে পারেনি বিজ্ঞাপন জগতে কোহলীর আকাশচুম্বি চাহিদায়। স্বচ্ছ ভাবমূর্তিই এই ক্রীড়া ব্যক্তিত্বদের জনপ্রিয়তার অন্যতম ইউএসপি।
বিশ্বের প্রথম ১০০ জন দামী ক্রীড়াবিদের তালিকায় একমাত্র ক্রিকেটার কোহলী। গত মার্চে শেষ হওয়া আর্থিক বছরে তিনি আয়ের দিক থেকে রয়েছেন ৬১ নম্বরে। এই মুহূর্তে ৩০টি পণ্যের বিজ্ঞাপন করেন কোহলী। ২০২১-২২ অর্থবর্ষে কোহলীর মোট আয় ২৬১.০৩ কোটি টাকা। তার মধ্যে বিজ্ঞাপন থেকে আয় ২৩৮.৭ কোটি টাকা।