IPL 2025

টি-টোয়েন্টি ক্রিকেটে আরও এক মাইলফলক স্পর্শ কোহলির, বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে কীর্তি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভারের ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। বিশ্বের পঞ্চম এবং দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসাবে গড়লেন কীর্তি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ২১:১৪
Share:
picture of virat kohli

বিরাট কোহলি। ছবি: বিসিসিআই।

টি-টোয়েন্টি ক্রিকেটে আরও একটি মাইলফলক স্পর্শ করলেন বিরাট কোহলি। সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ২০ ওভারের ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করলেন কোহলি। বিশ্বের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসাবে এই কীর্তি অর্জন করেন তিনি।

Advertisement

সোমবারের ম্যাচের আগে মাইলফলকে পৌঁছোতে কোহলির প্রয়োজন ছিল ১৭ রান। হার্দিক পাণ্ড্যের দলের বিরুদ্ধে কোহলি খেলেছেন ৪২ বলে ৬৭ রানের ইনিংস। ফলে এ দিনের পর টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির রান হল ১৩০৫০। বিশ্বের পঞ্চম ক্রিকেটার হিসাবে এই কীর্তি গড়লেন কোহলি। ক্রিস গেলের পর দ্বিতীয় দ্রুততম হিসাবে পৌঁছোলেন ১৩ হাজার রানে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১৩ হাজার রান রয়েছে অ্যালেক্স হেলস, শোয়েব মালিক এবং কায়রন পোলার্ডের।

দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ড রয়েছে গেলের দখলে। ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন ক্রিকেটার ৩৮১তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছোলেন। কোহলি নিলেন ৩৮৬টি ইনিংস। তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন হেলস। তিনি ১৩ হাজার রান করেছিলেন ৪৭৪তম ইনিংসে। চতুর্থ স্থানে থাকা শোয়েব ৪৮৭টি ইনিংস নিয়েছিলেন ১৩ হাজার রান পূর্ণ করতে। আর পোলার্ড ৫৯৪তম ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement