Team India

T20 World Cup 2021: ঈশানকে ওপেনার হিসেবে নামানোর পরিকল্পনা কার ছিল? জানালেন রাঠৌর

আট উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরে এ বারের বিশ্বকাপে বেশ চাপে ভারত। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কমেছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২১ ১৮:৪১
Share:

ঈশানকে ওপেন করতে পাঠিয়েছিলেন কে? ছবি: টুইটার থেকে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওপেনার হিসেবে দেখা গিয়েছিল ঈশান কিশনকে। রোহিত শর্মা দলে থাকলেও এমন সিদ্ধান্ত অবাক করেছিল সকলকে। বিক্রম রাঠৌর জানালেন রোহিত নিজেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।

আট উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরে এ বারের বিশ্বকাপে বেশ চাপে ভারত। সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কমেছে। আফগানিস্তান ম্যাচের আগে রাঠৌর বলেন, “সূর্যকুমারের পিঠে ব্যথা ছিল। ওর পক্ষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামা মুশকিল হওয়ায় ঈশান কিশনকে দলে নেওয়ার কথা ভাবা হয়। ওপেনার হিসেবে ও ভাল সেটা আমরা জানি।”

Advertisement

ওপেনার হিসেবে ঈশানকে নামানোর সিদ্ধান্ত দলগত ভাবেই নেওয়া হয়েছিল বলে জানান রাঠৌর। তিনি বলেন, “দলের ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় ঈশান ওপেন করবে। সেই ম্যানেজমেন্টে রোহিত নিজেও ছিল। শুরুতে ডান হাতি, বাঁ-হাতি জুটি আনার জন্যই এমন ভাবনা ছিল দলের। শেষের দিকে ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা রয়েছে। সেখানে ঈশানকে জুড়ে আরও বাঁ-হাতি বাড়িয়ে দেওয়ার কোনও মানে হয় না।”

বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। রশিদ খানদের বিরুদ্ধে কে ওপেন করেন সেই দিকে নজর থাকবে সকলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement