সফল: কর্নাটকের বিরুদ্ধে ৩৯ বলে ৭৯ রান শাহরুখের। ছবি টুইটার।
গত মাসে মুস্তাক আলি টি-টোয়েন্টি ফাইনালে শেষ বলে ছয় মেরে তিনি দলকে উপহার দিয়েছিলেন ট্রফি। মঙ্গলবার বিজয় হজারে ট্রফিতে আরও একবার বিধ্বংসী মেজাজে দেখা গেল শাহরুখ খানকে। এবং ঘটনাচক্রে সেই কর্নাটককে হারিয়েই এ বার তাঁর রাজ্য তামিলনাড়ু পৌঁছে গেল সেমিফাইনালে।
এ দিন শাহরুখ ৩৯ বলে ৭৯ রান করে অপরাজিত থেকে যান। ইনিংসে ছিল সাতটি চার এবং ছ’টি ছক্কা। স্ট্রাইক রেট ২০২.৫৬। তিনি ছাড়াও তামিলনাড়ু দলের ওপেনার নারায়ণ জগদীশন ১০১ বলে ১০২ রান করেন। ৫০ ওভারে তামিলনাড়ুর স্কোর দাঁড়ায় ৩৫৪-৮। জবাবে কর্নাটকের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ২০৩ রানে। চোট সারিয়ে মাঠে ফেরা অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ৪৩ রানে তিনটি এবং রঘুপতি সিলামবরসন ৩৬ রানে চার উইকেট নেন। অন্য কোয়ার্টার ফাইনালে উত্তর প্রদেশকে ৫ উইকেটে হারিয়ে শেষ চারে হিমাচল প্রদেশ। উত্তর প্রদেশের ২০৭-৯-এর জবাবে জবাবে হিমাচলের স্কোর ২০৮-৫। প্রশান্ত চোপড়া ৯৯ রান করেন। শিবম মাভি তিন উইকেট নিয়েছেন।