bengal cricket

Bengal Cricket: দাপট বোলারদের, বিজয় হজারে ট্রফিতে বরোদাকে হারিয়ে অভিযান শুরু বাংলার

বিজয় হজারে ট্রফিতে শুরুটা ভালই করল বাংলা। বুধবার প্রথম ম্যাচে ২৭ রানে হারিয়ে দিল বরোদাকে। দুর্দান্ত বোলিং করে বাংলাকে জয় এনে দিলেন বোলাররা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১৮:৩৭
Share:

প্রথম ম্য়াচে জিতল বাংলা। প্রতীকী ছবি

বিজয় হজারে ট্রফিতে শুরুটা ভালই করল বাংলা। বুধবার প্রথম ম্যাচে ২৭ রানে হারিয়ে দিল বরোদাকে। দুর্দান্ত বোলিং করে বাংলাকে জয় এনে দিলেন বোলাররা।

Advertisement

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বরোদা অধিনায়ক কেদার দেবধর। প্রথম ওভারেই ফিরে যান শ্রীবৎস গোস্বামী। অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়ও বেশিক্ষণ টেকেননি। ফিরে যান ১৪ রানে। দু’উইকেট হারানোর পর বাংলার হাল ধরেন অভিষেক দাস এবং কাইফ আহমেদ। দু’জনে মিলে তৃতীয় উইকেটে ৫৮ রান যোগ করেন।

ব্যক্তিগত ৬২ রানের মাথায় ফিরে যান অভিষেক। এরপর সুমন্ত গুপ্তকে (১৬) হারায় বাংলা। পঞ্চম উইকেটে ফের পঞ্চাশের জুটি হয়। কাইফ এবং ঋত্বিক রায়চৌধুরি বাংলার ইনিংসকে টানতে থাকেন। কাইফ ৬৭ এবং ঋত্বিক ৪৮ রানে আউট হন। দু’বল বাকি থাকতেই ২৩০ রানে অলআউট হয়ে যায় বাংলা। বরোদার অতীত শেঠ ৬২ রানে ৪ উইকেট নেন।

Advertisement

জবাবে বাংলার বোলাররাও দাপট দেখান। কেদার (৩৫), প্রত্যুষ কুমার (৩৮) এবং ক্রুণাল পাণ্ড্য (৩৯) উইকেট কামড়ে পড়ে থাকার চেষ্টা করলেও বেশিক্ষণ টানতে পারেননি। ২০৩ রানেই শেষ বরোদার ইনিংস। বাংলার আকাশদীপ ৩ উইকেট নেন। দু’টি করে উইকেট মুকেশ কুমার, শাহবাজ আহমেদ এবং ঋত্বিক চট্টোপাধ্যায়ের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement