Sajid Khan

Sajid Khan: বাংলাদেশের বিরুদ্ধে ইনিংসে ৮ উইকেট! ইমরান খানকে টপকে নজির সাজিদের

দিন চারেক আগেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখেছিল নিউজিল্যান্ডের অজাজ পটেলের দাপট। বুধবার ঢাকা দেখল পাকিস্তানের সাজিদ খানের শাসন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২১ ১৮:০০
Share:

৮ উইকেটের বল হাতে সাজিদ। ছবি টুইটার

দিন চারেক আগেই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম দেখেছিল নিউজিল্যান্ডের অজাজ পটেলের দাপট। বুধবার ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম দেখল পাকিস্তানের সাজিদ খানের শাসন। অজাজের মতো ইনিংসে দশ উইকেট হয়তো সাজিদ পাননি। কিন্তু আট উইকেট নিয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন। টপকে গেলেন প্রাক্তন অধিনায়ক তথা বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানকে।

Advertisement

ডান হাতি এই অফব্রেক বোলারের দাপটে দ্বিতীয় টেস্টে ইনিংসে হেরেছে বাংলাদেশ। মঙ্গলবার চতুর্থ দিন বাংলাদেশের প্রথম ইনিংসের ছ’টি উইকেট নিয়েছিলেন সাজিদ। বুধবার আরও দু’টি উইকেট নেন। এ ছাড়া দ্বিতীয় ইনিংসেও ৮৬ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

পাকিস্তানের হয়ে এক ইনিংসে সব থেকে বেশি উইকেটের নজির আব্দুল কাদিরের। ১৯৮৭ সালে লাহৌরে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫৬ রানে ৯ উইকেট নেন। তার আগে ১৯৭৯ সালে সরফরাজ নওয়াজ মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানে ৯ উইকেট দখল করেন।

Advertisement

২০১৮ সালে দুবাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে ৮ উইকেট নিয়েছিলেন ইয়াসির শাহ। তারপরেই জায়গা পেলেন সাজিদ। ইমরান খানও আট উইকেট নিয়েছেন এক ইনিংসে। ১৯৮২ সালে লাহৌরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৮ রানে ৮ উইকেট নেন। কিন্তু রান খরচের নিরিখে বর্তমান পাক প্রধানমন্ত্রীকে টপকালের সাজিদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement