IPL 2025

কেকেআর নয়, মনে হয় বাংলার হয়ে খেলছেন, আইপিএলের আগে বললেন ২৩.৭৫ কোটির বেঙ্কটেশ

গত কয়েক বছর ধরেই কেকেআরের হয়ে খেলছেন তিনি। সেই দল সম্পর্কে নিজের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বেঙ্কটেশ আয়ার জানালেন, মাঠে নামলে কেকেআর নয়, মনে হয় বাংলার হয়েই খেলছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৫:৪৮
Share:
cricket

বেঙ্কটেশ আয়ার। ছবি: সমাজমাধ্যম।

গত কয়েক বছর ধরেই কেকেআরের হয়ে খেলছেন তিনি। আগের বছরের মহানিলামে কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনেছে। করেছে সহ-অধিনায়ক। সেই দলের সম্পর্কে নিজের অনুভূতি বর্ণনা করতে গিয়ে বেঙ্কটেশ আয়ার জানালেন, মাঠে নামলে কেকেআর নয়, মনে হয় বাংলার হয়েই খেলছেন।

Advertisement

এক সাক্ষাৎকারে বেঙ্কটেশ বলেছেন, “এই দলটার হয়ে খেলতে নামলে মনে হয় গোটা বাংলার জন্য খেলতে নামছি। অসাধারণ একটা অনুভূতি হয়। লিডারশিপ দলে থাকার মানে আরও বড় দায়িত্ব। আমি নিজের ১০০ শতাংশ দেব।”

সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখে বড় হয়েছেন। সেই সৌরভ যখন কেকেআরে খেলতেন, তখন থেকেই এই দলে খেলার ইচ্ছা ছিল বেঙ্কটেশের। সেটাই হয়েছে। বেঙ্কটেশের কথায়, “আমি ভাগ্যবান যে কেকেআরই প্রথম দল হিসাবে আমার সামনে একটা মঞ্চ তৈরি করে দিয়েছে। এই দলের প্রতিনিধিত্ব করা বিশেষ ব্যাপার। ঐতিহ্যশালী ইডেন গার্ডেন্সে খেলা বরাবরের স্বপ্ন ছিল।”

Advertisement

কেকেআরের হয়ে খেলার আগেই অবশ্য ইডেনে এসেছেন বেঙ্কটেশ। তবে খেলার সুযোগ পাননি। প্রথম বারের সেই অভিজ্ঞতা সম্পর্কে বেঙ্কটেশ বলেছেন, “আমি সেই ম্যাচে না খেলে বাইরে বসেছিলাম। তবে সে দিনই মনে হয়েছিল, ইডেনে আসার সুযোগ পেয়ে জীবনে কিছু একটা করে ফেলেছি। সেই ইডেনে হাজার হাজার সমর্থক যখন আপনার নামে চিৎকার করছে তার থেকে ভাল কিছু আর হয় না। মনে হয় ৭০-৮০ হাজার সমর্থক আপনার পিছনে সব সময় রয়েছে। এটাই আপনার থেকে সেরাটা বার করে আনতে যথেষ্ট।”

কেকেআর কী ভাবে সাধারণ ক্রিকেটারকেও নায়ক বানিয়ে দেয় তাঁর প্রসঙ্গ এসেছে বেঙ্কটেশের মুখে। উদাহরণ হিসাবে রিঙ্কু সিংহকে তুলে ধরেছেন তিনি। বলেছেন, “রিঙ্কু এখন নায়ক। গোটা ক্রিকেটবিশ্ব ওকে চেনে। এটাই কলকাতার মানুষের জাদু। আপনি কলকাতায় এলে ক্রিকেটের প্রেমে না পড়ে থাকতে পারবেন না। তাই এই দলের হয়ে খেলা বিরাট বড় ব্যাপার।”

এ ব্যাপারে শাহরুখ খানের অবদানের কথাও মেনে নিয়েছেন। বলেছেন, “এক জন দলমালিকের থেকেও, ও এক জন বড় ভাইয়ের মতো। এমন ভাবে মিশবে, মনে হবে সব সময় আপনার পাশে আছে। দলমালিকদের এতটা ভদ্র এবং বন্ধুত্বপূর্ণ না হলেও চলে। বিশেষত যেখানে মানুষটা শাহরুখের মতো বিশ্বখ্যাত তারকা। কিন্তু ও খুবই মাটির মানুষ। আলাপ হলে আপনার ইচ্ছে করবেই ওর জন্য কিছু করতে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement