Shakib Al Hasan

বল করতে আর কোনও বাধা নেই শাকিবের, স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের অলরাউন্ডারের

দু’বার ব্যর্থ হওয়ার পর অবশেষে ‘পাশ’ করলেন শাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শোধরানোর জন্য সম্প্রতি তিনি যে পরীক্ষা দিয়েছিলেন, তাতে সফল হয়েছেন। কোনও ধরনের ক্রিকেটেই বল করতে আর বাধা থাকল না তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৪:৩০
Share:
cricket

শাকিব আল হাসান। — ফাইল চিত্র।

দু’বার ব্যর্থ হওয়ার পর অবশেষে ‘পাশ’ করলেন শাকিব আল হাসান। বোলিং অ্যাকশন শোধরানোর জন্য সম্প্রতি তিনি যে পরীক্ষা দিয়েছিলেন, তাতে সফল হয়েছেন। অর্থাৎ আন্তর্জাতিক বা ঘরোয়া, কোনও ধরনের ক্রিকেটেই বল করতে আর বাধা থাকল না তাঁর।

Advertisement

শাকিবের খবরে স্বস্তির নিঃশ্বাস বাংলাদেশের ক্রিকেটে। শুধু ব্যাটার হিসাবে খেলাতে হবে বলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেওয়া হয়নি। এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইলেই আবার তাঁকে দলে নিতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন শাকিব। সেই স্বপ্ন সত্যি হয়নি।

এক ওয়েবসাইটে শাকিব বলেছেন, “বোলিং পরীক্ষায় পাশ করার খবর সত্যি। বল করতে আর কোনও অসুবিধা নেই।”

Advertisement

২০২৪-এর সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে প্রথম বার শাকিবের বোলিংকে সন্দেহজনক আখ্যা দেওয়া হয়। এর পর ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শাকিবকে বল করা থেকে নিলম্বিত (সাসপেন্ড) করে।

শাকিবের সামনে একটাই রাস্তা ছিল। আইসিসির অনুমোদিত কোনও পরীক্ষাকেন্দ্রে বল করার পরীক্ষা দিয়ে সফল হওয়া। প্রথম দু’বার তিনি ব্যর্থ হন। প্রথম বার ইংল্যান্ড, পরের বার ভারতে এসে পরীক্ষা দেন। অবশেষে সফল হয়েছেন। ইংল্যান্ডেই পরীক্ষা দিয়েছেন। তার অ্যাকশন দেখে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তাই বল করার অনুমতি দেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement