India vs England

পাঁচে পাঁচ বরুণের, ইংল্যান্ডের বিরুদ্ধে বল হাতে সাফল্য, ক্রমতালিকায় বড় লাফ কেকেআর স্পিনারের

রাজকোটে ৫ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিন টি-টোয়েন্টি ম্যাচে তাঁর সংগ্রহ ১০ উইকেট। এই সাফল্যের সুফল পেলেন কেকেআরের স্পিনার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ১৯:০১
Share:
Picture of Varun Chakravarthy

বরুণ চক্রবর্তী। ছবি: এক্স (টুইটার)।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন বরুণ চক্রবর্তী। মঙ্গলবার ভারতীয় দল হারলেও ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার। এই সাফল্যের সুবাদে বোলারদের ক্রমতালিকাতেও বড় লাফ দিয়েছেন বরুণ। পাশাপাশি, রাজকোটে একটি নজিরও গড়েছেন।

Advertisement

শুধু রাজকোটে ৫ উইকেট নয়। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের সিরিজ়ে বেশ ভাল ফর্মে রয়েছেন বরুণ। তাঁর স্পিন খেলতে সমস্যায় পড়ছেন ইংরেজ ব্যাটারেরা। তিনটি ম্যাচের পর তাঁর উইকেট সংখ্যা ১০। তাঁর এই সাফল্যের প্রভাব পড়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির বোলারদের ক্রমতালিকায়। ক্রমতালিকায় এক লাফে ২৫ ধাপ এগিয়েছেন বরুণ। চলে এসেছেন প্রথম পাঁচ জনের মধ্যে। ৬৭৯ রেটিং পয়েন্ট নিয়ে বরুণ রয়েছেন পাঁচ নম্বরে। এটাই তাঁর ক্রিকেটজীবনের সেরা। ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের আদিল রশিদ। তাঁর রেটিং পয়েন্ট ৭১৮।

রাজকোটে আরও একটি নজির গড়েছেন বরুণ। ভুবনেশ্বর কুমার এবং কুলদীপ যাদবের পর ভারতের তৃতীয় বোলার হিসাবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক বার ৫ উইকেট নিয়েছেন।

Advertisement

মঙ্গলবার বরুণ ২৪ রান দিয়ে ৫ উইকেট নেন। তাঁর স্পিনের সামনে অসহায় আত্মসমর্পণ করেন ইংল্যান্ডের ব্যাটারেরা। জস বাটলার (২৪), জেমি স্মিথ (৬), জেমি ওভারটন (শূন্য), ব্রাইডন কার্স (৩) এবং জোফ্রা আর্চারকে (শূন্য) আউট করেন বরুণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement