india cricket

Yash Dhull: কঠিন অনুশাসনের মধ্যে থাকা যশরা এ বার জমিয়ে আইসক্রিম খাবেন

বিশ্বকাপের আগে কঠিন অনুশীলন করেছিলেন ভারতের ছোটরা। কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছিল তাঁদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২২ ১৫:২৯
Share:

কাপ জিতে উল্লাস যশদের ছবি: টুইটার

ভারতের পঞ্চম অধিনায়ক হিসাবে অনূর্ধব-১৯ বিশ্বকাপ জিতেছেন তিনি। কিন্তু এই জয় সহজে আসেনি। তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে। কড়া নিয়মের মধ্যে থাকতে হয়েছে যশ ঢুলদের। বিশ্বকাপ জেতার পরে এ বার তাঁরা এতটাই হাঁফ ছেড়ে বেঁচেছেন যে আইসক্রিম খেয়ে উল্লাস করবেন বলে জানালেন অধিনায়ক যশ ঢুল।

Advertisement

ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে যশ বলেন, ‘‘আমাদের কড়া ডায়েটের মধ্যে থাকতে হয়েছিল। খাওয়ায় অনেক বিধিনিষেধ ছিল। সব মেনেছি। কিন্তু এ বার আর কোনও কড়াকড়ি নয়। সবার ঘরে আইসক্রিম পৌঁছে গিয়েছে। আইসক্রিম খেয়েই উল্লাস করব। গোটা দল একসঙ্গে উল্লাসে মাতবে।’’

চাপের মধ্যে মাথা ঠান্ডা রেখে তাঁরা পরিকল্পনা কাজে লাগিয়েছেন বলে জানান যশ। তিনি বলেন, ‘‘ভারতের জন্য খুব গর্বের মুহূর্ত। ইংল্যান্ড ম্যাচে ফিরে এসেছিল। কিন্তু আমরা চাপে পড়িনি। মাথা ঠান্ডা রেখে নিজেদের লক্ষ্য ধরে এগিয়েছি। বিশ্বকাপের ফাইনাল সবার জন্য খুব বড় মুহূর্ত ছিল। তাই আমরা নিজেদের সেরাটা দিয়েছি। জেতার লক্ষ্যেই নেমেছিলাম আমরা।’’

Advertisement

দলের বোলিং বিভাগের দরাজ প্রশংসা শোনা গিয়েছে যশের মুখে। তিনি বলেন, ‘‘এশিয়া কাপ থেকেই বোলাররা ভাল ফর্মে ছিল। পেসার, স্পিনার সবাই নিজেদের শক্তি অনুযায়ী বল করেছে। শুরুতে রবি কুমার দুরন্ত বল করেছে। তার পরে রাজ নিজের জাত চিনিয়েছে। ওর বাউন্সারে সমস্যায় পড়ছিল ব্যাটাররা। স্পিনাররাও নিজেদের কাজ করেছেন। শুধু বল নয় ব্যাট হাতেও নিজের পরিচয় দিয়েছে রাজ।’’

সেমিফাইনালে শতরান করেছিলেন যশ। তার সঙ্গে ৯৫ রানের ইনিংস খেলেন শেখ রশিদ। ফাইনালেও ভাল খেলেছেন দলের সহ-অধিনায়ক। রশিদ থাকায় তাঁর অধিনায়কত্ব করতে অনেক সুবিধা হয়েছে বলেও জানিয়েছেন যশ। তিনি বলেন, ‘‘রশিদ আমার সব থেকে ভাল বন্ধু। আমরা এক সঙ্গে ব্যাট করি। এক সঙ্গে খাবার খাই। তবে আমাদের উচিত ছিল ৫-৭ ওভার আগে খেলা শেষ করে দেওয়া। কিন্তু সেটা হয়নি। বল করার সময় মাঠের মধ্যেও আমাকে অনেক সাহায্য করে রশিদ। ও থাকায় আমি অনেক খোলা মনে খেলতে পারি।’’

কাপ জিতলেও এখনও অনেক পথ বাকি বলেই জানিয়েছেন যশ। ক্রিকেটের বাইরে তিনি কিছু ভাবতে পারেন না। যশ বলেন, ‘‘আমি শুধু ক্রিকেট খেলতে চাই। খেলার দিকেই নজর দেব। একটা করে ম্যাচ ধরে এগব। বাকি সব নিজের মতো হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement