Asia Cup

একটিও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি, ১৫ বছরের সেই ক্রিকেটারই এশিয়া কাপের দলে

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। রিশিথা সুযোগ পেলেও দলে নেওয়া হয়নি তাঁর দুই দিদি রিতিকা এবং রিনিতাকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৯:৪৮
Share:

—প্রতিকি চিত্র

এশিয়া কাপ খেলতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহির মেয়েদের দল। ১৫ জনের যে দল ঘোষণা করা হয়েছে, সেখানেই রয়েছে চমক। দেশের হয়ে একটিও ম্যাচ না খেলা রিশিতা রাজিতের নাম ঘোষণা করেছে তারা। তাঁর বয়স মাত্র ১৫ বছর।

Advertisement

আগামী সপ্তাহ থেকে বাংলাদেশে শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপ। রিশিথা সুযোগ পেলেও দলে নেওয়া হয়নি তাঁর দুই দিদি রিতিকা এবং রিনিতাকে। তাঁরা আমিরশাহির হয়ে আগে খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের দলের তাঁরা ছিলেন। রিশিতা ছাড়াও আরও এক তরুণী সুযোগ পেয়েছেন এই দলে। তিনি মাহিকা গৌর। মেয়েদের ‘দ্য হান্ড্রেড’ প্রতিযোগিতায় ম্যাঞ্চেস্টার অরিজিনালসের হয়ে খেলেছেন তিনি। ১৫ জনের দলের অধিনায়ক ছায়া মুঘল।

প্রথম বার টি-টোয়েন্টি এশিয়া কাপে খেলবে সংযুক্ত আরব আমিরশাহি। সেই দলে আমিরশাহির ব্যাটিং বিভাগের বড় ভরসা ইশা ওঝা। ৪১টি ম্যাচে তাঁর সংগ্রহ ১১১৯ রান। স্ট্রাইক রেট ১২১.৭৬। দু’টি শতরানও করেছেন তিনি। অধিনায়ক মুঘল দলের সব থেকে বয়স্ক ক্রিকেটার। ৩৬ বছরের মুঘল সংযুক্ত আরবের হয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছেন।

Advertisement

আমিরশাহির দলের ক্রিকেট বিভাগের ডিরেক্টর রবিন সিংহ। তিনি বলেন, “এশিয়া কাপে মেয়েদের ক্রিকেটের অনেক প্রতিভাকে দেখা যাবে। শেষ কয়েকটি প্রতিযোগিতায় আমাদের দলের মেয়েরা পরীক্ষার মুখে পড়েছে। আত্মবিশ্বাসের সঙ্গে সেই পরীক্ষা সামলেছে তারা। আমিরশাহির মেয়েদের কাছে আরও একটি সুযোগ নিজেদের প্রমাণ করার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement