ICC U19 World Cup 2022

U19 World Cup 2022: স্পিন অস্ত্রেই জয়ের পরিকল্পনা ভারতের

ভারতীয় ক্রিকেটারদের ভিডিয়ো সেশনে তুলে ধরা হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন ম্যাচের ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৬
Share:

ফাইল চিত্র।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের সামনে অস্ট্রেলিয়া। ২ ফেব্রুয়ারি অ্যান্টিগাতেই হবে সেই ম্যাচ। যে মাঠে বাংলাদেশকে পাঁচ উইকেটে উড়িয়ে শেষ চারে ওঠে ভারত। অস্ট্রেলিয়া যদিও বাংলদেশের মতো দুর্বল প্রতিপক্ষ নয়। গ্রুপ পর্বে একটিও ম্যাচ না হেরে শেষ চারে উঠেছে তারা। ভারতও এখনও একটিও ম্যাচ হারেনি। কী ভাবে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়, তারই নীল নকশা তৈরি হয়ে
গিয়েছে সোমবার।

Advertisement

ভারতীয় ক্রিকেটারদের ভিডিয়ো সেশনে তুলে ধরা হয় অস্ট্রেলিয়ার বিভিন্ন ম্যাচের ছবি। প্রত্যেকেই লক্ষ্য করেন, জোরে বোলারদের বিরুদ্ধে সাবলীল ভাবেই ব্যাট করছেন অস্ট্রেলীয় ব্যাটাররা। কিন্তু স্পিনারদের বিরুদ্ধে একই ভঙ্গিতে ব্যাট করতে পারছেন না। যতই সেই দলে সব্যসাচী স্পিনার নিভেথন রাধাকৃষ্ণণ থাকুন না কেন। স্পিনারদের বিরুদ্ধে কিছুটা হলেও দুর্বল অস্ট্রেলিয়া। তাই ভিকি ওস্টওয়াল, কৌশল তাম্বের উপরেই ভারতকে জেতানোর বড় দায়িত্ব।

শেষ ম্যাচেই দেখা গিয়েছে, অ্যান্টিগার পিচে সাহায্য পাচ্ছেন স্পিনাররা। সেই দৃশ্য ভারতীয় শিবিরে আত্মবিশ্বাস বাড়িয়েছে। ভিকি ওস্টওয়ালের ডেলিভারি মিডল স্টাম্প থেকে অফস্টাম্পের বাইরে ঘুরেছে। কৌশল তাম্বেও ক্রমাগত একই জায়গায় বল ফেলে রান আটকানোর কাজ করতে পারেন। তাঁরাই তুরুপের তাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পাশাপাশি রবি কুমার ছন্দে ফিরেছেন কোয়ার্টার ফাইনালে। তাঁর সুইং সামলানো সহজ নয়। রাজবর্ধন হঙ্গরগেকরের ইনসুইংও চাপে রাখবে বিপক্ষ শিবিরে।

Advertisement

এ দিকে, আজ মঙ্গলবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ চারের ম্যাচ খেলতে নামছে আফগানিস্তান। জিতলেই প্রথম বারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ পাবে রশিদ খানের দেশ। তাই সর্বশক্তি নিয়ে ঝাঁপাতে তৈরি আফগানিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement