মহেন্দ্র সিংহ ধোনি। — ফাইল চিত্র।
ঘোষিত হল আইপিএলের আংশিক সূচি। লোকসভা নির্বাচনের কারণে বৃহস্পতিবার প্রথম ১৭ দিনের সূচি ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঠিক হয়ে গেলে বাকি সূচি ঘোষণা করা হবে। আইপিএল শুরু হচ্ছে ঠিক এক মাস পরে, অর্থাৎ ২২ মার্চ। সূচি ঘোষণা করা হয়েছে ৭ এপ্রিল পর্যন্ত। প্রথম ম্যাচে খেলতে নামবে চেন্নাই সুপার কিংস (সিএসকে) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি)। অর্থাৎ প্রথম ম্যাচেই দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনি এবং বিরাট কোহলির লড়াই। গত বার ট্রফি জেতার সুবাদে এ বার প্রথম ম্যাচ খেলবে চেন্নাই। খেলা হবে তাদেরই ঘরের মাঠে চিপক স্টেডিয়ামে।
শুক্রবার আইপিএল শুরু হচ্ছে। তার পরে শনি এবং রবিবার, দু’দিনই দু’টি করে ম্যাচ রয়েছে। অর্থাৎ আইপিএলের শুরুতেই দর্শকদের কাছে ভরপুর বিনোদন উপহার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আইপিএলের তরফে। ২৩ মার্চ প্রথম ম্যাচটি হবে পঞ্জাব এবং দিল্লির। সেই ম্যাচ মোহালিতে। রাতের ম্যাচে খেলবে কলকাতা এবং হায়দরাবাদ। সেই ম্যাচ কলকাতায়। অর্থাৎ আইপিএলের দ্বিতীয় দিনই নামবে কলকাতা।
গ্রাফিক: শৌভিক দেবনাথ।
২৪ মার্চ রবিবার দুপুরের ম্যাচে খেলবে রাজস্থান এবং লখনউ। রাতের ম্যাচে খেলবে গুজরাত এবং মুম্বই। এই ম্যাচটি নিয়ে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। কারণ এ বারই গুজরাত থেকে হার্দিক পাণ্ড্যকে ছিনিয়ে এনেছে মুম্বই। নতুন দলের অধিনায়ক হিসাবে হার্দিক প্রথম ম্যাচেই খেলবেন পুরনো দলের বিরুদ্ধে। সেই ম্যাচ নিয়ে যে আলাদা উত্তেজনা তৈরি হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই। পাঁচটি ট্রফি জেতার পর প্রথম বার মুম্বইয়ের সাধারণ ক্রিকেটার হিসাবে নামবেন রোহিত শর্মা।
কলকাতা দলে এ বার মেন্টর হয়ে এসেছেন গৌতম গম্ভীর। অধিনায়ক হিসাবে ফেরার কথা শ্রেয়স আয়ারেরও। ১০ বছর পর আবার ট্রফি জেতার স্বপ্ন দেখছে তারা। সেই স্বপ্ন শুরু হয়েছে গম্ভীরকে দিয়েই। নিলামেও বেশ কিছু ভাল ক্রিকেটারকে তুলেছে তারা।