ICC Champions Trophy 2025

বৃষ্টির হাত ধরে এক পয়েন্ট, জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ বাংলাদেশ, পাকিস্তানের

বৃহস্পতিবার হল না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। যদিও এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে গিয়েছিল দুই দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৩
Share:

বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। ছবি: রয়টার্স।

রাওয়ালপিণ্ডিতে আরও একটি ম্যাচ ভেস্তে গেল। এর আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টির কারণে খেলা সম্ভব হয়নি। বৃহস্পতিবার হল না বাংলাদেশ-পাকিস্তান ম্যাচও। একটি করে পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল দুই দলকে। যদিও এই ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে আগেই ছিটকে গিয়েছিল দুই দল।

Advertisement

ভারতের দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রিকেটীয় লড়াই ছিল। দুই দলই নিজেদের আগের দু’টি ম্যাচে ভারত এবং নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে হেরেছিল। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ছিল না বাংলাদেশ এবং পাকিস্তানের। বৃহস্পতিবার দুই দলের লড়াই ছিল শুধু একটি ম্যাচ জিতে প্রতিযোগিতা শেষ করার। কিন্তু সেই সুযোগ পেল না তারা। বৃষ্টির কারণে ম্যাচ হওয়ার মতো পরিস্থিতি ছিল না। টসও হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দিয়ে। সেই ম্যাচে ৬০ রানে হেরে যায় পাকিস্তান। ভারতের বিরুদ্ধেও হারতে হয় তাদের। বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল ভারতের বিরুদ্ধে। সেই ম্যাচে হেরেছিল তারা। পরের ম্যাচে রাওয়ালপিণ্ডিতেই খেলেছিল নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচেও হারতে হয় তাদের। যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠা সম্ভব ছিল না তাদের পক্ষে। বুধবারের ম্যাচ ভেস্তে যাওয়ায় একটি করে পয়েন্ট পেল দুই দল।

Advertisement

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

এ বারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। সেই দেশের করাচি, লাহোর এবং রাওয়ালপিণ্ডিতে খেলা হচ্ছে। ভারতীয় দল পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি। সেই কারণে হাইব্রিড মডেলে তাদের ম্যাচগুলি দুবাইয়ে হচ্ছে। বাংলাদেশ এবং পাকিস্তান দুবাইয়ে গিয়ে খেলেছিল। সেখানেও বৃষ্টি হয়েছে। তবে এখনও পর্যন্ত তাতে ম্যাচের উপর প্রভাব পড়েনি। রাওয়ালপিণ্ডিতে দু’টি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেল। লাহোরেও বৃষ্টি হচ্ছে। সেখানে শুক্রবার অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান ম্যাচ রয়েছে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement