(বাঁ দিকে) রোহিত শর্মা এবং বিরাট কোহলি (ডান দিকে)। —ফাইল চিত্র।
প্রায় দু’মাসের অস্ট্রেলিয়া সফর শেষ করে ৮ জানুয়ারি ভারতের বিমানে ওঠার কথা ছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। সিডনি টেস্ট তিন দিনের মধ্যে শেষ হয়ে যাওয়ায় আর অস্ট্রেলিয়ায় থাকতে চাইছেন না ভারতীয় দলের ক্রিকেটারেরা। তাঁরা দ্রুত বাড়ি ফিরতে চাইছেন। কিন্তু একসঙ্গে সকলের বিমানের টিকিট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে।
অস্ট্রেলিয়া থেকে একসঙ্গে ফিরছে না ভারতীয় দল। আলাদা আলাদা ভাবে দেশে ফিরছেন ক্রিকেটারেরা। সোমবার সকালে কয়েক জন সিনিয়র ক্রিকেটার বিমানে উঠে পড়েছেন। প্রথম দফায় কারা ফিরছেন, তা জানানো হয়নি দলের পক্ষ থেকে। গত ১০ নভেম্বর অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ভারতীয় দলের অধিকাংশ ক্রিকেটার। প্রায় দু’মাস তাঁরা বাড়িছাড়া। তাই কেউই আর সিডনিতে বসে থাকতে চাইছেন না।
পার্থ, অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে টেস্ট খেলেছে ভারতীয় দল। ক্যানবেরায় একটি প্রস্তুতি ম্যাচও ছিল। সব মিলিয়ে খেলার পাশাপাশি অস্ট্রেলিয়ায় ৭৭০০ কিলোমিটারের বেশি সফর করতে হয়েছে ভারতীয় দলকে। ক্লান্ত ক্রিকেটারেরা দ্রুত বাড়ি ফিরে বিশ্রাম নিতে চাইছেন। ক্রিকেটারদের অনুরোধ রাখতে গিয়ে সমস্যায় পড়েছেন ভারতীয় দলের লজিস্টিক্স ম্যানেজার। ক্রিকেটারদের যাওয়া-আসা, থাকার ব্যবস্থা করার দায়িত্ব থাকে তাঁর উপর। সব ক্রিকেটারের একসঙ্গে ফেরার ব্যবস্থা করতে পারেননি তিনি। কারণ এত কম সময়ে একসঙ্গে এতগুলি টিকিট পাওয়া যায়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্তা বলেছেন, ‘‘দলের লজিস্টিক্স ম্যানেজার দ্রুত ব্যবস্থার চেষ্টা করছেন। যেমন টিকিট পাওয়া যাচ্ছে, সে ভাবে দেশে ফেরার বিমান ধরছেন ক্রিকেটারেরা।’’
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, সকলে একসঙ্গে না ফেরায় আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। নিজেদের সুবিধা মতো শহরে ফিরবেন ক্রিকেটার এবং কোচেরা। অতিরিক্ত বিমানযাত্রার ধকল এড়ানোর চেষ্টা করা হচ্ছে। আশা করা হচ্ছে, মঙ্গলবার সকালের মধ্যে সকলে বিমানে উঠে পড়তে পারবেন।