প্রতি টেস্টে ম্যাচ ফি হিসাবে ১৫ লাখ টাকা পান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। —ফাইল চিত্র
এক টেস্টেই ১৫ লক্ষ টাকা। ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে প্রতি টেস্টে ম্যাচ ফি হিসাবে এই টাকাই পান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টেস্ট জয়, হার, ড্র বা ক’দিন খেলা হল তার সঙ্গে ম্যাচ ফি-র কোনও সম্পর্ক নেই। অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’দিন এবং একটি সেশন খেলে ম্যাচ হেরেও রোহিতদের পকেটে ১৫ লক্ষ টাকা।
বোর্ডের বার্ষিক চুক্তিতে থাকা ক্রিকেটাররা তাঁদের গ্রেড অনুযায়ী টাকা পান। রোহিত, বিরাট এবং যশপ্রীত বুমরাদের গ্রেড ‘এ+’। এই গ্রেডে থাকা ক্রিকেটাররা বোর্ডের থেকে বছরে ৭ কোটি টাকা পান। গ্রেড ‘এ’-তে থাকা ক্রিকেটাররা পান ৫ কোটি টাকা। গ্রেড ‘বি’-তে থাকা ক্রিকেটাররা পান ৩ কোটি টাকা এবং গ্রেড ‘সি’-তে থাকা ক্রিকেটাররা পান ১ কোটি টাকা। এ ছাড়া ম্যাচ খেললে পান ম্যাচ ফি। টেস্ট ক্রিকেটে প্রতি ম্যাচে দেওয়া হয় ১৫ লক্ষ টাকা। এক দিনের ম্যাচের জন্য পান ৬ লক্ষ টাকা এবং টি-টোয়েন্টি ম্যাচ প্রতি পান ৩ লক্ষ টাকা।
২০১৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেটাররা টেস্ট প্রতি পেতেন ৬ লক্ষ টাকা। ২০১৬ সালের পর থেকে সেটা বাড়িয়ে ১৫ লক্ষ করে দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে চারটি ম্যাচ রয়েছে। এই চার ম্যাচ খেলে রোহিতরা পাবেন ৬০ লক্ষ টাকা।
২০২২ সালের অক্টোবরে ছেলে এবং মেয়ে ক্রিকেটারদের ম্যাচ ফি সমান করে দেয় বোর্ড। হরমনপ্রীত কৌররাও বিরাটদের সমান টাকাই পান। কিন্তু তাঁরা খুব বেশি টেস্ট খেলেন না। তাই বছরে ১০টি টেস্ট খেললে রোহিতরা যখন ১ কোটি ৫০ লক্ষ টাকা আয় করতে পারেন, তখন সেই পরিমাণ টাকা পেতে ২৫টি এক দিনের ম্যাচ খেলতে হবে হরমনপ্রীতদের।