MS Dhoni

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া হোক ধোনির দলের বোলারকে, দাবি তুললেন গাওস্কর

চোট পেয়ে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে ছিলেন ওই জোরে বোলার। আইপিএলেও খেলতে পারেননি। নিলামে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই। তাঁকেই বিশ্বকাপের দলে চান প্রাক্তন ওপেনার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ ১৭:৩৫
Share:

মহেন্দ্র সিংহ ধোনির দলের বোলারকে চান গাওস্কর। ফাইল ছবি

এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি ভারত। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় দলে বদলের ডাক দিলেন সুনীল গাওস্কর। তিনি মনে করছেন, এশিয়া কাপে যাঁরা খেলেছেন, তাঁদের বেশির ভাগকে রেখে দেওয়া হোক। পাশাপাশি দলে নেওয়া হোক জোরে বোলার দীপক চাহারকে। প্রসঙ্গত, চাহার এশিয়া কাপে স্ট্যান্ড বাই হিসাবে ছিলেন। আবেশ খান চোট পাওয়ায় দলে ঢোকেন এবং সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচেও খেলেন।

Advertisement

কেন দীপককে নেওয়া উচিত, তার সপক্ষে বলতে গিয়ে গাওস্কর বলেছেন, “দীপককে নেওয়ার ব্যাপারে কোনও ভাবনাচিন্তা করার দরকার নেই। অস্ট্রেলিয়ার পিচে অতিরিক্ত বাউন্স রয়েছে। দীপক নতুন বল ভালই স্যুইং করাতে পারে। ফলে অস্ট্রেলিয়ার পিচে ওর বোলিং কাজে লাগবে। ওর মধ্যে সেই দক্ষতা রয়েছে। সাধারণত অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে আমরা ৪-৫ জন জোরে বোলার নিয়ে যাই। তাদের মধ্যে এক জনকে হয়তো খেলানো হয় না। তবে টি-টোয়েন্টির মতো দ্রুতগতির ম্যাচে দীপকের বোলিং ভারতকে অনেকটাই এগিয়ে রাখবে।”

ছন্দে ফেরাই আপাতত দীপকের কাছে প্রধান লক্ষ্য। চোটের কারণে দীর্ঘ দিন ক্রিকেটের বাইরে ছিলেন। আইপিএলে খেলতে পারেননি। তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে কিনেছিল মহেন্দ্র সিংহ ধোনির দল চেন্নাই সুপার কিংস। চোট সারিয়ে ফিরে এসে মাত্র তিনটি ম্যাচ খেলেছেন তিনি। এর মধ্যে জিম্বাবোয়ে সফরে দু’টি ম্যাচে পাঁচ উইকেট নেন। আফগানিস্তানের বিরুদ্ধে উইকেট পাননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement