উইকেট নিয়ে উচ্ছ্বাস হার্দিকের। ছবি: আইসিসি।
পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে আবার জ্বলে উঠলেন হার্দিক পাণ্ড্য। এশিয়া কাপের পরে টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবর আজমদের বিরুদ্ধে দেখা গেল হার্দিক-জাদু। আরও এক বার পাকিস্তানের বিরুদ্ধে বল হাতে ৩ উইকেট নিলেন ভারতীয় অলরাউন্ডার।
পাকিস্তানের বিরুদ্ধে চতুর্থ বোলার হিসাবে বল করতে আসেন হার্দিক। তত ক্ষণে পাকিস্তানের টপ অর্ডার আউট হয়ে গিয়েছে। মিডল অর্ডারের বিরুদ্ধে ভাল বল করলেন হার্দিক। টেস্ট লেংথে বল করতে থাকেন তিনি। সেই সঙ্গে বাউন্সারের ভাল ব্যবহার করেন তিনি।
এক ওভারে শাদাব খান ও হায়দার আলিকে আউট করে পাকিস্তানকে বড় ধাক্কা দেন হার্দিক। স্পেলের শেষ ওভারে আউট করেন মহম্মদ নওয়াজকে। তিন জনই হার্দিককে বড় শট মারতে গিয়ে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।
এশিয়া কাপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন হার্দিক। ম্যাচ জিতেছিল ভারত। এখন দেখার, বিশ্বকাপেও সেই ফল হয় কি না।