বাবরদের চাপে রেখেছিলেন আরশদীপ। ছবি: পিটিআই
আরশদীপ সিংহের ওভারের প্রথম বলেই আউট বাবর আজ়ম। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট নেন ভারতীয় পেসার। শুরু থেকেই বাবরদের চাপে রেখেছিলেন আরশদীপ। তরুণ বাঁহাতি পেসার জানালেন তিনি এই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলেন।
ভারতের ইনিংস শুরু হওয়ার আগে আরশদীপ বলেন, “এমন সুযোগ আর পাব কি না জানি না। তাই মুহূর্তটা উপভোগ করতে চেয়েছিলাম। এ রকম আর ফিরে আসবে না। মজা করছিলাম, উপভোগ করছিলাম। স্কোয়ার বাউন্ডারির দিকটা অনেকটা লম্বা। ওই দিকটা ব্যবহার করার চেষ্টা করছিলাম আমরা। উইকেটে বল করছিলাম আমরা। আশা করি আমাদের ব্যাটাররা এই রান তুলে নেবে।”
রবিবার প্রথম বলেই আরশদীপ তুলে নেন বাবরকে। তাঁর গুড লেংথ বলে পিচে পড়েই ইনসুইং করে। বাবর বুঝতেই পারেননি। পুরোপুরি বোকা বনে যান। বল তাঁর প্যাডে গিয়ে লাগে। আরশদীপ কাতর স্বরে আউটের আবেদন করলে আম্পায়ার মারাইস ইরাসমাস আঙুল তুলে দেন। বাবর ডিআরএস নিলেও বুঝে গিয়েছিলেন লাভ হবে না। প্রথম বলেই তাঁকে ফিরে যেতে হল সাজঘরে।
চতুর্থ ওভারের শেষ বলে রিজ়ওয়ানকে তুলে নিলেন আরশদীপ। তাঁর শর্ট বল পুল করেছিলেন পাকিস্তানের উইকেটকিপার। বলে-ব্যাটে একেবারেই ঠিক মতো হয়নি। ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন ভুবনেশ্বর কুমার। সম্প্রতি রিজ়ওয়ান ভাল ছন্দে ছিলেন। তাঁকে শুরুতে তুলে নেওয়া পাকিস্তানকে বিপদে ফেলে দেয়। দ্বিতীয় স্পেলে এসে তৃতীয় উইকেট নেন আরশদীপ। চতুর্থ বল এমন ভাবে বাউন্স হয়, যা বুঝতেই পারেননি আসিফ আলি। বল তাঁর গ্লাভসে লেগে উইকেটকিপার দীনেশ কার্তিকের হাতে জমা পড়ে।