অঘটন ঘটাতে পারবে নেদারল্যান্ডস? —ফাইল চিত্র
শ্রীলঙ্কার বিরুদ্ধে হারলেও নামিবিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ঘুরে দাঁড়ায় নেদারল্যান্ডস। এ বার সামনে কঠিন প্রতিপক্ষ। খেলতে হবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দেশের বিরুদ্ধে।
২০১৪ সালে মূল পর্বে খেলেছিল নেদারল্যান্ডস। টি-টোয়েন্টি বিশ্বকাপে সেটাই তাদের সেরা সাফল্য। ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে বার বার দাপট দেখিয়েছে নেদারল্যান্ডস। ইংল্যান্ড এখনও অবধি নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোনও ম্যাচ জিততে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপে। এ বার যদিও গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে না নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের দল। গ্রাফিক: শৌভিক দেবনাথ
মূল পর্বে ২৪ অক্টোবর নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ। বাংলাদেশের বিরুদ্ধে খেলবে তারা। ভারতের বিরুদ্ধে তাদের ম্যাচ ২৭ অক্টোবর। ৩০ অক্টোবর খেলতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। শেষ দুই ম্যাচ জ়িম্বাবোয়ে এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। সেই দু’টি ম্যাচ ২ এবং ৬ নভেম্বর।
নেদারল্যান্ডসের কবে, কখন ম্যাচ। গ্রাফিক: শৌভিক দেবনাথ
অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দিকে নজর থাকবে। দলকে যোগ্যতা অর্জন পর্বে জিতিয়েছেন তিনি। এ বার ভারত, পাকিস্তানের মতো দলের বিরুদ্ধেও অঘটন ঘটাতে চাইবেন তাঁরা।