দুূবাইয়ে নতুন রূপে দেখা গেল মাহিকে ছবি: টুইটার থেকে।
কেউ কখনও ভাবেননি অবসর নেওয়ার পর এত অল্প সময়ের মধ্যে তিনি আবার ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবেন। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনি মানেই বিস্ময়ের ঝাঁপি খুলে যাওয়া। হঠাৎই ঘোষণা হল নতুন ভূমিকায় দেখা যাবে ধোনিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি বিরাট কোহলীদের মেন্টর। শুধু নতুন ভূমিকাই নয়, রবিবার একেবারে আক্ষরিক অর্থে নতুন চেহারায় দেখা গেল মাহিকে।
রবিবার তখনও দুপুরের শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ শেষ হয়নি। কোহলীরা অনুশীলনে নামতেই সেই ম্যাচ থেকে ফোকাস ঘুরে গেল ভারত-পাকিস্তান ম্যাচের দিকে। আরও স্পষ্ট করে বললে ভারতের দিকে। প্রথমে দেখা গেল কোহলীর অনুশীলন। ইতিউতি অশ্বিন, রাহুলরা। তারপরেই দেখা গেল ধোনিকে। ভারতীয় দলের হাতকাটা জার্সি পরে তখন খানিক ‘অপরিচিত’ ধোনি। পোশীবহুল হাত দুটি দেখে বিশ্বশ্রীর বাইসেপ, ট্রাইসেপে লালমোহনবাবুর হাত বোলানোর দৃশ্য মনে হতে বাধ্য।
এমনিতে নেটমাধ্যমে প্রায় আসেনই না। ফলে বাকিদের মতো তাঁর হরেক চেহারার ছবি ভক্তকুলের পক্ষে দেখাই মুশকিল। তাই এরকম পেশীবহুল ধোনিকে আগে কখনও দেখা যায়নি। কোহলীদের সঙ্গে থ্রো-ডাউন বিশেষজ্ঞ থাকলেও আগেই জানা গিয়েছিল, ধোনিই এখন গোটা দলকে থ্রো-ডাউন দিচ্ছেন। সেই গ্লাভস চেয়ে নিলেন কারও কাছ থেকে। হাত নাড়ানোর সময় এমএসডি-র বাইসেপ তখন আরও প্রকট। স্বাভাবিক ভাবেই টেলিভিশনের ক্যামেরা তখন ধোনির থেকে চোখ ফেরাতে পারছে না। রোহিত শর্মা, লোকেশ রাহুলরা তখন হাওয়া। এমনকী কোহলীকেও তখন ভুলে গিয়েছেন সবাই। মুগ্ধতা শুধু নতুন চেহারার মাহিতে।