IPL 2025

অনিকেত তিন বছর বয়সে হারান মাকে, হায়দরাবাদের নতুন ভরসার ক্রিকেট শেখা কাকার উৎসাহে

প্রতি বছরই আইপিএল নতুন নতুন তারকার জন্ম দেয়। রবিবারের দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উপহার দিল অনিকেত বর্মাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১৯:৫২
Share:
Picture of Aniket Verma

অনিকেত বর্মা। ছবি: বিসিসিআই।

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইন আপে আগ্রাসী ব্যাটারের অভাব নেই। অভিষেক শর্মা, ট্রেভিস হেড, ঈশান কিশন, নীতীশ কুমার রেড্ডি, হেনরিখ ক্লাসেন— একের পর এক নাম। তবু রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সকলকে ছাপিয়ে নজর কেড়ে নিলেন অনিকেত বর্মা।

Advertisement

মধ্যপ্রদেশের ২৩ বছরের ব্যাটার মিচেল স্টার্ক, মুকেশ কুমার, অক্ষর পটেল, কুলদীপ যাদব, মোহিত শর্মার মতো বোলারদের বিরুদ্ধে একাই লড়ে গেলেন বিশাখাপত্তনমের ২২ গজে। তাঁর ৪১ বলে ৭৪ রানের ইনিংসের সুবাদেই দিল্লির বিরুদ্ধে ১৬৩ রান করে প্যাট কামিন্সের দল। তিন বছর বয়সে মাকে হারানো অনিকেতই এ দিন ছিলেন ভরসা। ৫টি চার এবং ৬টি ছক্কা এসেছে তাঁর ব্যাট থেকে। প্রতি বছরই আইপিএল নতুন নতুন তারকার জন্ম দেয়। রবিবারের দিল্লি-হায়দরাবাদ ম্যাচ ক্রিকেটপ্রেমীদের উপহার দিল অনিকেতকে।

আইপিএলের নিলামে অনিকেতকে ৩০ লাখ টাকায় কিনেছিলেন হায়দরাবাদ কর্তৃপক্ষ। ২০০২ সালে ঝাঁসিতে জন্ম অনিকেতের। তিন বছর বয়সে মা মারা যাওয়ার পর কাকা অমিত বর্মার কাছে মানুষ হয়েছেন তরুণ ব্যাটার। মূলত ক্রিকেটপ্রেমী কাকার উৎসাহেই অনিকেতের ক্রিকেট শেখা শুরু। অনিকেতও ব্যক্তিগত ক্ষতির আঘাত সামলাতে আঁকড়ে ধরেন ক্রিকেট ব্যাট।

Advertisement

অনিকেতের ক্রিকেট শুরু রেলওয়ের ইউথ ক্লাবে। তখনই তাঁর প্রতিভা নজর কেড়েছিল। সানরাইজার্স হায়দরাবাদের ট্রায়ালে যোগ দিয়েছিলেন আইপিএলের গত নিলামের আগে। ট্রায়ালে ৭২ রানের আগ্রাসী ইনিংস খেলে হায়দরাবাদ কর্তৃপক্ষের নজর কেড়ে নেন। আর ভাবতে হয়নি তাঁকে। নিলামে তাঁকে তুলে নেন ড্যানিয়েল ভেট্টরিরা। রবিবার দিল্লির বিরুদ্ধে দলের সেই আস্থার মর্যাদা দিলেন অনিকেত। মাতৃহারা অনিকেত ক্রিকেট দিয়েই সাজিয়ে তুলতে চান নিজের জীবন। এখনও অবশ্য প্রথম শ্রেণি বা লিস্ট এ (ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ) ক্রিকেটে অভিষেক হয়নি অনিকেতের। আইপিএলের আগে মধ্যপ্রদেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তাঁর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement