(বাঁ দিকে) মিচেল স্টার্ক এবং ট্রেভিস হেড (ডান দিকে)। ছবি: পিটিআই।
মিচেল স্টার্কের বিরুদ্ধে আবার ব্যর্থ হলেন ট্রেভিস হেড। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দুই ক্রিকেটারের দ্বৈরথ দেখা গিয়েছে বেশ কয়েক বার। প্রায় সব ক্ষেত্রেই সফল হয়েছেন জোরে বোলার। রবিবার আইপিএলে দিল্লি ক্যাপিটালস এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও জিতলেন স্টার্ক। জাতীয় দলের সতীর্থকে দেখলেই যেন গুটিয়ে যান আগ্রাসী ব্যাটার।
এই নিয়ে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে অষ্টম বার মুখোমুখি হয়েছিলেন স্টার্ক এবং হেড। ব্যাট হাতে আগ্রাসী মেজাজে শুরু করলেও বিশাখাপত্তনমের ২২ গজে তাঁকে দ্রুত আউট করে দিলেন স্টার্ক। সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে এই নিয়ে ষষ্ঠ বার স্টার্কের বলে আউট করেন হেড। জাতীয় দলের সতীর্থের বলে লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেওয়ার আগে হেড করেন ১২ বলে ২২ রান। ৪টি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে।
সব মিলিয়ে আটটি ইনিংসে স্টার্কের ৩৪ বল খেলেছেন হেড। করেছেন ১৮ রান। আটটি ইনিংসে ছ’বারই তাঁকে আউট করলেন স্টার্ক। রবিবারের ম্যাচের আগে স্টার্কের বিরুদ্ধে হেডের সাফল্যের হার ছিল আরও কম। সাতটি ইনিংসে স্টার্কের ২৯টি বলে ৮ রান করেছিলেন হেড। আউট হয়েছিলেন পাঁচ বার। গত বছর আইপিএলেও স্টার্কের বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন অজি ওপেনার।
এ দিন স্টার্ক একাই কোণঠাসা করে দেন হায়দরাবাদকে। হেড ছাড়াও তিনি আউট করেছেন ঈশান কিশন (২), নীতীশ কুমার রেড্ডি (শূন্য), উইয়ান মুলডার (৯) এবং হর্ষল পটেলকে (৫)। ৩.৪ ওভার বল করে ৩৫ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। এ ছাড়া অভিষেক শর্মাকে (১) প্রথম ওভারে রান আউট করার ক্ষেত্রেও অবদান রয়েছে স্টার্কের।