সানরাইজার্স হায়দরাবাদ। —ফাইল চিত্র।
আইপিএলের নিলামের আগে প্রতিটি দলের কাছে সুযোগ রয়েছে ক্রিকেটার ধরে রাখার। নিয়ম অনুযায়ী সর্বাধিক পাঁচ জনকে ধরে রাখতে পারবে সব দল। সানরাইজার্স হায়দরাবাদ তিন জনকে ধরে রাখতে পারে বলে শোনা যাচ্ছে। কোন কোন ক্রিকেটারকে রাখবে তারা?
হেনরিখ ক্লাসেন
দক্ষিণ আফ্রিকার আগ্রাসী ব্যাটারকে রাখতে চাইছে হায়দরাবাদ। ২৩ কোটি টাকা দিয়ে রাখা হতে পারে তাঁকে। আইপিএলে ৩৫টি ম্যাচে ৯৯৩ রান করেছেন ক্লাসেন। তাঁর স্ট্রাইক রেট ১৬৮.৩০। ২০২৩ এবং ২০২৪ সালে হায়দরাবাদের হয়ে খেলেছেন ক্লাসেন। ২০২৩ সালে ১২ ম্যাচে ৪৪৮ রান করেছেন তিনি। এই মরসুমে ক্লাসেন হায়দরাবাদের হয়ে ১৬ ম্যাচে ৪৭৯ রান করেছেন। তাঁকে সেই কারণে রেখে দিতে চাইছে হায়দরাবাদ।
প্যাট কামিন্স
গত আইপিএলে হায়দরবাদের অধিনায়ক ছিলেন কামিন্স। তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে রাখতে পারে হায়দরাবাদ। যদিও এর আগে কামিন্সের দাম ছিল ২০ কোটি ৫০ লক্ষ টাকা। তার থেকে কম দামে রাখা হতে পারে তাঁকে। কামিন্স আইপিএলে হায়দরাবাদ ছাড়াও কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। হায়দরাবাদের হয়ে একটি মরসুমই খেলেছেন কামিন্স। সেই মরসুমে ১৬ ম্যাচে নিয়েছেন ১৮টি উইকেট।
অভিষেক শর্মা
সদ্য ভারতের টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন অভিষেক। ঝোড়ো ইনিংস খেলতে পারদর্শী তিনি। মারকুটে ব্যাটারকে রেখে দিতে চাইছে হায়দরাবাদ। আইপিএলে হায়দরাবাদের হয়ে পাঁচ বছর ধরে খেললেও শেষ তিনটি মরসুমে নজর কেড়েছেন তিনি। আইপিএলে ৬৩ ম্যাচে ১৩৭৭ রান করেছেন অভিষেক। স্ট্রাইক রেট ১৫৫.২৪। ১৪ কোটি টাকা দিতে তাঁকে রেখে দিতে পারে হায়দরাবাদ।