সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।
সিরিজ় শুরু হয়েছিল বিতর্ক দিয়ে। সিরিজ় চলাকালীন বিতর্ক চলল। বর্ডার-গাওস্কর সিরিজ় শেষেও বিতর্ক থামল না। সিরিজ় শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন না সুনীল গাওস্কর। অথচ সিরিজ়ের নামে যে গাওস্কর রয়েছে সেটি তাঁকে সম্মান জানাতেই। এই ঘটনায় হতাশ ভারতের প্রাক্তন ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার ও ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্করের নামে এই সিরিজ়। সিডনিতে অস্ট্রেলিয়া সিরিজ় জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল বর্ডারকে। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দিলেন। কিন্তু সেখানে দেখা যায়নি গাওস্করকে।
এই ঘটনায় হতাশ গাওস্কর। তাঁর মনে হয়েছে, তিনি ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি। গাওস্কর বলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালই লাগত। এটা তো বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ় খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হল না।”
চলতি সিরিজ়ে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন গাওস্কর। অর্থাৎ, তিনি মাঠেই ছিলেন। সেই কথাও বলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেন, “আমি তো মাঠেই ছিলাম। আমাকে ডাকাই যেত। কে জিতল তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না। অস্ট্রেলিয়া যোগ্য দল হিসাবে জিতেছে। আমার বন্ধু বর্ডারের সঙ্গে আমিও কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে পারতাম।”
তিনি যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে না-ও থাকতে পারেন সেই ইঙ্গিত আগেই পেয়েছিলেন গাওস্কর। তিনি বলেন, “টেস্ট সিরিজ় শুরুর আগে আমাকে বলা হয়েছিল, ভারত যদি সিরিজ় ড্র করে বা হেরে যায় তা হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমাকে প্রয়োজন পড়বে না। আমার খুব খারাপ লেগেছিল। তা-ও আশা করেছিলাম। এটা তো বর্ডার-গাওস্কর ট্রফি। তা হলে তো দু’জনেরই থাকা উচিত ছিল।”
১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফির দখল নিল অস্ট্রেলিয়া। রবিবার ভারতীয় দল সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ছ’উইকেটে হেরে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতের ইনিংস শেষ হয় ১৫৭ রানে। জয়ের জন্য ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারত সিরিজ়ে হেরেছে ১-৩ ব্যবধানে।