সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।
জো রুট শতরান করলেও তাঁর ব্যাটিং দেখে খুশি হতে পারছেন না সুনীল গাওস্কর। দিনের শেষে ইংরেজ ব্যাটারকে খোঁচা মেরেছেন তিনি। ভারতের প্রাক্তন ক্রিকেটার রুটের একটি কাজে হতাশ হয়েছেন।
প্রথম দিনের খেলা শেষে গাওস্কর বলেন, “রুটের ইনিংস খুবই ভাল। টেস্টের ধ্রুপদী ব্যাটিং করেছে ও। কিন্তু আমাকে একটা কথা বলতেই হবে। আমি ওর ব্যাটিং দেখে একটু হতাশ হয়েছি। আমি ভেবেছিলাম, শতরানের পথে রুট কয়েকটি রিভার্স স্কুপ খেলবে। ৯৯ রান থেকে রিভার্স স্কুপ মেরে ওর শতরান করা উচিত ছিল। তবেই তো রুটের নামে আরও বেশি চিৎকার হত। কিন্তু ও খেললই না।”
গাওস্করের কথায় একটু হলেও খোঁচা ছিল। কারণ, চলতি সিরিজ়ের প্রথম তিনটি টেস্টে প্রায় প্রতিটি ইনিংসেই রিভার্স স্কুপ বা ওই জাতীয় অদ্ভুত শট খেলতে গিয়ে আউট হয়েছেন রুটের। তাঁর শট বাছাই নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু রাঁচীতে প্রথম টেস্টে সেটা দেখা গেল না। সাবধানী ইনিংস খেললেন। কোনও ঝুঁকি নিলেন না। সেই কারণেই হয়তো রুটকে খোঁচা্ মেরেছেন গাওস্কর। তিনি বোঝাতে চেয়েছেন, উল্টো পাল্টা শট না খেললে রুট আরও শতরানের ইনিংস খেলতে পারতেন।
চলতি সিরিজ়ের প্রথম তিনটি টেস্টে রুটের খেলার ধরন ছিল অন্য রকম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন তিনি। ভাল শুরু করেও বড় রান করতে পারেননি। কিন্তু রাঁচীতে অন্য রুটকে দেখা গিয়েছে। তিনি তাঁর পরিচিত ভঙ্গিতে খেলেছেন। উইকেটে সময় কাটিয়েছেন। ঝুঁকি নিয়ে শট খেলেননি। হাওয়ায় শট খেলেননি। ফলে বড় রান করতে পেরেছেন। প্রাথমিক ধাক্কা সামলে তাঁর ব্যাটেই ম্যাচে ফিরেছে ইংল্যান্ড। যদিও গাওস্করের খোঁচা থেকে বাঁচতে পারেননি রুট।