Stuart Broad

England: সর্বস্ব দিয়ে ঝাঁপাতে তৈরি ব্রড

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন ব্রড-অ্যান্ডারসন, দু’জনেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ জুন ২০২২ ০৯:২৬
Share:

ফাইল চিত্র।

অ্যাশেজ সিরিজ়ের পরে তাঁদের আন্তর্জাতিক ক্রিকেট ভাগ্য নিয়েই সংশয় দেখা গিয়েছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, জিমি অ্যান্ডারসন এবং স্টুয়ার্ট ব্রড কি আর ইংল্যান্ডের হয়ে টেস্ট খেলতে পারবেন? বৃহস্পতিবার থেকে শুরু হওয়া নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে সুযোগ পেয়েছেন ব্রড-অ্যান্ডারসন, দু’জনেই। তার আগে, মঙ্গলবার, সাংবাদিকদের সামনে এসে ব্রড বলে যান, সর্বস্ব দিয়ে ঝাঁপাতে তৈরি তিনি।

Advertisement

৩৫ বছর বয়সি পেসার ব্রড ইংল্যান্ডের হয়ে ৫৩৭টি টেস্ট উইকেট নিয়েছেন। কিন্তু তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের জার্সিতে আবার মাঠে নামার সুযোগ পেলে তাঁর কাছে সেটা অভিষেক টেস্টের মতোই হবে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে বাদ পড়েছিলেন ব্রড-অ্যান্ডারসন। ব্রডকে প্রশ্ন করা হয়, বাদ পড়ার ক্ষতটা কি এখনও দগদগে আছে? বর্ষীয়ান পেসারের জবাব, ‘‘একদমই নয়। আমি ঠিক আছি। আগ্রাসী মানসিকতা নিয়েই খেলতে নামব এবং মাঠে নেমে নিজের সর্বস্ব দেব।’’

নিজের মনোভাব নিয়ে ব্রড বলেছেন, ‘‘আমি ব্যাপারটা দেখছি এই ভাবে যে, এখনও কোনও টেস্ট খেলিনি দেশের হয়ে। এবং, আমার কোনও অভিজ্ঞতাও নেই। টেস্ট অভিষেকের সময় কেউ বেশি দূরের কথা ভাবে না। শুধু মাঠে নামার জন্য উত্তেজিত থাকে।’’ যোগ করেন, ‘‘তরতাজা হয়ে মাঠে নামতে চাই।’’

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement