চমক: ইডেনে এক সঙ্গে দেখা যাবে ঝুলন- সৌরভকে। —ফাইল চিত্র।
ঝুলন গোস্বামীর নামাঙ্কিত স্ট্যান্ড উদ্বোধন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী মঙ্গলবার সরকারি ভাবে তা ঘোষণা করবে সিএবি। ২২ জানুয়ারি ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচের দিনে কিংবদন্তি ভারতীয় মহিলা ক্রিকেটারের নামাঙ্কিত স্ট্যান্ড উদ্বোধন করা হবে।
ইডেনের ‘বি’ ব্লকের গ্যালারিই যে ঝুলনের নামে উদ্বোধন করা হবে, তা আগেই প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। সিএবি সূত্রে শুক্রবার জানানো হয়, স্ট্যান্ড উদ্বোধনে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়-সহ ভারত ও ইংল্যান্ড দলের দুই অধিনায়ক। ২২ জানুয়ারি টি-টোয়েন্টি সিরিজ় শুরু হওয়ার আগেই আনুষ্ঠানিক ভাবে সেই স্ট্যান্ড উদ্বোধন করা হবে।
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ঝুলন কিংবদন্তি। ওকে প্রাপ্য সম্মান দিতে চাই।’’