Sourav Ganguly

Sourav Ganguly: ইডেনে নিজের ছবি দেখে থমকে দাঁড়ালেন সৌরভ, তার পর?

টেস্টে ১৬টি শতরান আছে সৌরভের। এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ২২। আন্তর্জাতিক মঞ্চে তিনি ১১৩টি টেস্ট, ৩১১টি এক দিনের ম্যাচ খেলেছেন সৌরভ। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সংগ্রহ ১৮,৫৭৫ রান। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট বদলে গিয়েছে বলে মনে করেন অনেকেই। মাঠে তাঁর আগ্রাসনও ছিল চর্চার বিষয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ মার্চ ২০২২ ২০:০৯
Share:

ইডেনে নিজের ছবির সামনে দাঁড়িয়ে তোলা ছবি নেটমাধ্যমে পোস্ট করেন সৌরভ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

২০০৭ সালে ইডেনের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে শতরান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ইনিংসের কথা দর্শকরা যেমন ভুলতে পারেননি, তেমনই ভুলতে পারেননি তিনি নিজেও। মঙ্গলবার ইডেনে নিজের ছবির সামনে দাঁড়িয়ে তোলা ছবি নেটমাধ্যমে পোস্ট করেন সৌরভ।

সৌরভ নিজের সেই ছবি পোস্ট করে লেখেন, ‘ইডেনে এই ছবিটা দেখলাম। এই মাঠে আমার শতরানের পর। দারুণ স্মৃতি।’ পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫৬ বলে ১০২ রান করেছিলেন সৌরভ। প্রথম ইনিংসে ভারত ৬১৬ রান করে ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তান ৪৫৬ রান তুলেছিল। ভারত ৩৪৫ রানের লক্ষ্য রাখে পাকিস্তানের সামনে। ২১৪ রানে ৪ উইকেট হারায় পাকিস্তান। সেই অবস্থায় ম্যাচ শেষ হয়। ড্র হয়ে যায় ইডেনের টেস্ট।

Advertisement

টেস্টে ১৬টি শতরান আছে সৌরভের। এক দিনের ক্রিকেটে তাঁর শতরানের সংখ্যা ২২। আন্তর্জাতিক মঞ্চে তিনি ১১৩টি টেস্ট, ৩১১টি এক দিনের ম্যাচ খেলেছেন সৌরভ। আন্তর্জাতিক মঞ্চে তাঁর সংগ্রহ ১৮,৫৭৫ রান। তাঁর নেতৃত্বেই ভারতীয় ক্রিকেট বদলে গিয়েছে বলে মনে করেন অনেকেই। মাঠে তাঁর আগ্রাসনও ছিল চর্চার বিষয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement