পাড়ার পুজোয় হাজির সৌরভ। নিজস্ব চিত্র
দ্বাদশীর দিন অন্য মেজাজে পাওয়া গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। পাড়ার পুজোয় প্রতিমা পরিক্রমা অনুষ্ঠানে উপস্থিত থাকলেন তিনি। অন্যান্য বার পুজোয় এ ভাবে সৌরভকে পাওয়া যায় না। ফলে এ বার সৌরভকে দেখতে পেয়ে উৎসাহিত উদ্যোক্তা থেকে পাড়ার বাসিন্দারা।
বড়িশা প্লেয়ার্স কর্নারে প্রতি বছর দ্বাদশীর দিন বিসর্জন হয়। তার আগে গোটা পাড়ায় প্রতিমা ঘোরানো হয়। কিন্তু এ বার রাজ্য সরকারের কার্নিভালে সুযোগ পাওয়ায় দ্বাদশীর দিন প্রতিমা বিসর্জন হয়নি। তবে প্রথা মতোই গোটা পাড়ায় প্রতিমা ঘোরানো হয়। সেখানে হাজির ছিলেন সৌরভও। তার আগে প্রতিমাকে প্রণাম করেন তিনি।
শুক্রবার সকালেই জানা যায়, বোর্ডের সভাপতি পদ থেকে না কি সরে দাঁড়াতে চলেছেন সৌরভ। এক হিন্দি দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার একটি বৈঠকে বসেছিলেন বিসিসিআইয়ের শীর্ষ পদাধিকারীরা। সেখানে সৌরভ ছাড়াও ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সহ সভাপতি রাজীব শুক্ল, কোষাধ্যক্ষ অরুণ ধুমল ও বোর্ডের প্রাক্তন সভাপতি এন শ্রীনিবাসন। সেখানেই না কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, দ্বিতীয় বারের জন্য সৌরভ নির্বাচনে লড়বেন না। তাৎপর্যপূর্ণ, সচিব জয়ও নাকি এ বার সভাপতি হওয়ার লড়াইয়ে থাকবেন না। তিনি পুনরায় বোর্ড সচিব পদে লড়বেন।