Sourav Ganguly

জন্মদিনে নতুন ভূমিকায় সৌরভ, কী করবেন মহারাজ?

১৬ বছরের ক্রিকেট কেরিয়ারের যাবতীয় শিক্ষা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই কারণে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’ নামক একটি অ্যাপের ঘোষণা করলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জুলাই ২০২৩ ১৩:৫৬
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ৫১তম জন্মদিনে একটি নতুন অ্যাপের কথা জানালেন তিনি। নাম ‘সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টারক্লাস’। এটি একটি শিক্ষামূলক অ্যাপ। শিক্ষকের ভূমিকায় থাকবেন সৌরভ। ১৬ বছরের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিতে চান ভারতের প্রাক্তন অধিনায়ক। সেই কারণে এই অ্যাপটি আনলেন তিনি। এখান থেকে যে আয় হবে, তা দুঃস্থদের শিক্ষার জন্য দান করা হবে। এই অ্যাপে আপাতত বাংলা এবং ইংরাজি দু’টি ভাষাতে একটি করে কোর্স রয়েছে। এই কোর্সে ভর্তি হতে খরচ পড়বে ৪৯৯ টাকা। শুরুতেই এই টাকা একবারে দিয়ে দিতে হবে।

Advertisement

অ্যাপটিতে সৌরভ সম্পর্কে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটারের মন্তব্য রয়েছে। সেখানে বীরেন্দ্র সহবাগ বলেছেন, “সৌরভ সব সময়ই আগ্রাসী, নিজের লক্ষ্যে স্থির এবং কঠিন মানসিকতার মানুষ। সেটাই তাঁকে দেশের সব থেকে সফল অধিনায়ক হতে সাহায্য করেছে।” যুবরাজ সিংহ বলেছেন যে, তিনি সৌরভের মতো অধিনায়কের জন্য জীবন দিতেও রাজি। হরভজন সিংহ বলেছেন, “আমি যে সময় ভেঙে পড়েছিলাম, সেই সময় সৌরভ আমার পাশে ছিল। ওকে ধন্যবাদ জানানোর কোনও ভাষা নেই আমার কাছে।” অ্যালান ডোনাল্ড বলেছেন, “ভারতীয় ক্রিকেটে সৌরভের একটা বড় ভূমিকা রয়েছে। ও দেশকে সাফল্য এনে দিয়েছে।”

অ্যাপটিতে যে কোর্স রয়েছে, সেখানে কী শেখানো হবে? সৌরভ তাঁর অধিনায়ক হয়ে ওঠার কাহিনি সকলের সঙ্গে ভাগ করে নেবেন। সেই সঙ্গে তাঁর ১৬ বছরের ক্রিকেট কেরিয়ারের বিভিন্ন অভিজ্ঞতাও রয়েছে এই অ্যাপে। এ ছাড়াও ছ’টি ভিডিয়ো রয়েছে। সৌরভ সমাজমাধ্যমে জানিয়েছেন, এই অ্যাপ থেকে যা আয় হবে, সেটি দুঃস্থদের শিক্ষার জন্য দান করা হবে।

Advertisement

ভারতের হয়ে ১১৩টি টেস্ট এবং ৩১১টি এক দিনের ম্যাচ খেলেছেন সৌরভ। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মোট ৩৮টি শতরান করেছেন। দেশের হয়ে টেস্টে ৭২১২ রান এবং এক দিনের ক্রিকেটে তিনি ১১৩৬৩ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ১৩২টি উইকেট নিয়েছেন। সৌরভের নেতৃত্বে ভারত ২০০৩ সালে এক দিনের বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। যদিও সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল ভারত। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে ছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement