বিরাট কোহলি (বাঁ দিকে) ও মহম্মদ শামি। —ফাইল চিত্র
বিশ্বকাপ জিততে পারেনি ভারত। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে তাদের। তার পরেও আইসিসি-র সেরা দলে জায়গা করে নিয়েছেন ভারতের ছয় ক্রিকেটার। অন্য দিকে বিশ্বকাপ জিতলেও অস্ট্রেলিয়ার মাত্র দু’জন ক্রিকেটারের জায়গা হয়েছে দলে।
বিশ্বকাপ শেষ হওয়ার পরেই এ বারের প্রতিযোগিতার সেরা দল ঘোষণা করেছে আইসিসি। সেখানে ভারতের রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি রয়েছেন। চলতি বিশ্বকাপে রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত। ১২৫.৯৪ স্ট্রাইক রেটে ৫৯৭ রান করেছেন তিনি। তাঁর অধিনায়কত্বেরও প্রশংসা রয়েছে। আইসিসির দলে তিনিই অধিনায়ক।
বিশ্বকাপে সব থেকে বেশি ৭৬৫ রান করেছেন বিরাট। এক বিশ্বকাপে রানের নিরিখে এটি সর্বাধিক। তাই তিনি যে জায়গা পাবেন তা নিশ্চিত ছিল। রাহুলও এই বিশ্বকাপে ভাল ব্যাট করেছেন। ৪৫২ রান করার পাশাপাশি উইকেটের পিছনে বড় ভূমিকা পালন করেছেন তিনি। অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা ব্যাট হাতে ১২০ রান করার পাশাপাশি বল হাতে ১৬টি উইকেট নিয়েছেন।
বোলারদের মধ্যে সব থেকে বেশি উইকেট নিয়েছেন শামি (২৪টি)। বুমরাও নিয়েছেন ২০টি উইকেট। তাই তাঁরাও জায়গা পেয়েছেন আইসিসির দলে।
অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জ়াম্পা দলে সুযোগ পেয়েছেন। ৪০০ রান করার পাশাপাশি উইকেটও নিয়েছেন তিনি। করেছেন একটি দ্বিশতরান। জ়াম্পা নিয়েছেন ২৩টি উইকেট। কিন্তু ফাইনালে শতরান করে অস্ট্রেলিয়াকে জেতানো ট্রাভিস হেড বা দলের অধিনায়ক প্যাট কামিন্সের জায়গা হয়নি দলে।
আইসিসির দলের বাকি তিন ক্রিকেটার হলেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি’কক, নিউ জ়িল্যান্ডের ড্যারিল মিচেল ও শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্ক। ডি’কক চারটি শতরান-সহ ৫৯৪ রান, মিচেল ৫৫২ রান ও মদুশঙ্ক ২১টি উইকেট নিয়েছেন বিশ্বকাপে।