নিলামের ব্র্যাডম্যানের ব্যাট। ফাইল ছবি
নিলামে উঠতে চলেছে স্যর ডন ব্র্যাডম্যানের ব্যবহার করা ব্যাট। ওই ব্যাট দিয়েই ১৯৩৪-এর অ্যাশেজ সিরিজ খেলেছিলেন তিনি। সেই সিরিজে তিনি দু’টি ত্রিশতরান করেছিলেন। ফলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্মারকের দাম আকাশছোঁয়া হবে বলে মনে করা হচ্ছে।
এই ব্যাট দিয়েই বিন পন্সফোর্ডের সঙ্গে ৪৫১ রানের জুটি গড়েছিলেন ব্র্যাডম্যান। ‘উইলিয়াম সাইকস অ্যান্ড সন্সের’ তৈরি এই ব্যাট ১৯৯৯ সাল থেকে রয়েছে নিউ সাউথ ওয়েলসের ব্র্যাডম্যান সংগ্রহশালায়। এই ব্যাটের মালিক লোনে সেটি সংগ্রহশালায় রাখতে দিয়েছেন। এই ব্যাট দিয়ে ব্র্যাডম্যান ১৯৩৪ অ্যাশেজ সিরিজে ৭৫৮ রান করেছেন।
সংগ্রহশালার কর্তা রিনা হোর বলেছেন, “এই ব্যাটের মূল্য নির্ধারণ করা কার্যত অসম্ভব। এই ব্যাট দিয়েই যে তিনি শতরান করেছিলেন, সেটা ব্র্যাডম্যান ব্যাটে নিজের হাতে লিখে রেখে গিয়েছেন। এটা একটা সম্পদ।” এই ব্যাটের জন্য ন্যূনতম কোনও মূল্য রাখা হয়নি। তবে মনে করা হচ্ছে, কয়েকশো কোটি টাকা উঠতে পারে এই ব্যাটের দাম।