রোহিতের সঙ্গী হতে পারেন শুভমন। —ফাইল চিত্র
এক দিনের ক্রিকেটে এখন ব্যাটিং অর্ডারের শুরুতে রোহিত শর্মার সঙ্গী হিসেবে নিজের জায়গা অনেকটাই পাকা করে ফেলেছেন শুভমন গিল। আসন্ন এশিয়া কাপ এবং তার পরে বিশ্বকাপে শুরুতে রোহিতের সঙ্গী শুভমন না ঈশান কিষন, এই নিয়ে অবশ্য একটা আলোচনা চলছে। তার আগে রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন শুভমন।
রোহিতের সঙ্গে তাঁর ব্যাটিং রসায়নের ব্যাখ্যা করেছেন শুভমন। আইসিসিকে এই তরুণ ভারতীয় ওপেনার বলেছেন, ‘‘মনে হয়, আমার আর রোহিতের খেলার ধরনটা দু’রকম বলে সাফল্য আসছে। আমি যে সব জায়গা দিয়ে বল মারি, রোহিত সাধারণত সে সব জায়গা দিয়ে মারে না। পাওয়ার প্লে-র সময় রোহিত শূন্যে বল মারা পছন্দ করে।’’ নিজের ব্যাটিং নিয়ে শুভমনের মন্তব্য, ‘‘আমি ফিল্ডারদের মধ্যে জায়গা খুঁজে বল মারা পছন্দ করি। চার মারার দিকে নজর দিই। রোহিতের আবার বেশি পছন্দ ছয় মারা। আমাদের খেলার ধরন দু’রকমের। যে জন্য মনে হয় সফল হচ্ছি বেশি।’’
ভারতের হয়ে ন’টি এক দিনের ম্যাচে রোহিত এবং শুভমন করেছেন ৬৮৫ রান। গড় ৭৬.১১। রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা থেকে শুভমন জানিয়েছেন, ভারত অধিনায়ক অনেক স্বাধীনতা দেন ব্যাট করার সময়। শুভমনের কথায়, ‘‘রোহিতের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতাটা দারুণ। সব নজর তো ওর দিকে থাকে।’’
এর পরে অধিনায়ককে নিয়ে শুভমনের মন্তব্য, ‘‘রোহিত কিন্তু সব সময় উৎসাহিত করে অন্য ব্যাটসম্যানদের নিজের মতো করে খেলতে। আমি তো সে ভাবেই খেলতে পারি রোহিতের সঙ্গে ওপেন করে।’’ যোগ করেন, ‘‘তাই বলতেই হবে, রোহিত অন্য ব্যাটসম্যানদের যথেষ্ট স্বাধীনতা দেয় নিজের মতো করে ব্যাট করার।’’
এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ অগস্ট থেকে। বৃহস্পতিবার থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হচ্ছে ভারতীয় দলের শিবির। সেখান থেকে দল চলে যাবে শ্রীলঙ্কায়। তার পরে বিশ্বকাপ। যে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে দু’টো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। একটি ইংল্যান্ডের বিরুদ্ধে, অন্যটি নেদারল্যান্ডসের সঙ্গে। ৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচ। নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ ৩ অক্টোবর।