শুভমন গিল। —ফাইল চিত্র
পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ লিগের ম্যাচ রান পাননি। ৩২ বলে খেলে মাত্র ১০ রান করে আউট হয়েছিলেন। সুপার ফোরের ম্যাচে অবশ্য ছন্দে শুভমন গিল। করেছেন অর্ধশতরান। ম্যাচের শুরু থেকেই শাহিন শাহ আফ্রিদিকে মেরে খেলেছেন তিনি। আর তাতেই খেই হারিয়েছে পাক বোলিং। শুভমনের এই ছন্দে ফেরার নেপথ্যে কোন মন্ত্র রয়েছে? শুভমন নিজেই তার জবাব দিলেন।
শুভমন জানিয়েছেন, এর আগে তিনি পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে খেলেননি। তাই প্রথম ম্যাচে সমস্যা হয়েছিল। তিনি বলেন, ‘‘প্রথম ম্যাচে শাহিন, নাসিমদের সামনে একটু সমস্যা হচ্ছিল। ওদের বিরুদ্ধে তো আগে খেলিনি। তাই ছন্দ পাচ্ছিলাম না। কিন্তু দ্বিতীয় ম্যাচের আগে ওদের নিয়ে পরিকল্পনা করেছি। নিজের স্বাভাবিক খেলার চেষ্টা করেছি। তার ফল পেয়েছি।’’
নিজের মানসিকতায় তিনি দ্রুত বদল করতে পারেন। সেই কারণেই হয়তো ক্রিকেটের তিন ফরম্যাটেই রান পেয়েছেন ভারতীয় ওপেনার। শুভমন বলেন, ‘‘ব্যাটারদের দ্রুত মানসিকতা বদলাতে হবে। টেস্ট থেকে এক দিনের ম্যাচ থেকে টি-টোয়েন্টি, প্রতিটা ফরম্যাটে আলাদা মানসিকতা নিয়ে নামতে হয়। আমি দ্রুত মানসিকতা বদলাতে পারি। তাতে কিছুটা সুবিধা হয়।’’
এশিয়া কাপে ভাল খেলতে চান শুভমন। তবে তাঁর সব থেকে বড় লক্ষ্য দেশের মাটিতে বিশ্বকাপ জেতা। শুভমন বলেন, ‘‘আমার সব থেকে বড় লক্ষ্য বিশ্বকাপ জেতা। ২০১১ সালে ভারত যখন বিশ্বকাপ জিতেছিল তখন আমি ছোট। সারা রাত আনন্দ করেছিলাম। এ বার ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ হাতে নিতে চাই।’’
২০২৩ সালে সব ফরম্যাট মিলিয়ে ১৪টি ইনিংসে ৮২৭ রান করেছেন শুভমন। সর্বোচ্চ ২০৮ রান। এক দিনের ক্রিকেটে ১০৫.৭০ স্ট্রাইক রেট ও ৬৮.৯১ গড়ে রান করেছেন তিনি। দু’টি শতরান ও তিনটি অর্ধশতরান করেছেন। বিশ্বকাপেও নিজের ছন্দ বজায় রাখতে চান শুভমন। তার প্রস্তুতি সেরে ফেলতে চান এশিয়া কাপে।