shubman gill

Shubman Gill: শুভমনের নজির! প্রথম শতরান করেই ভাঙলেন সচিন, রোহিতের রেকর্ড

জিম্বাবোয়েতে কোনও ভারতীয় ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের নজির ছিল সচিনের দখলে। সেই নজির ভেঙে দিয়েছেন শুভমন গিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২২ ১৯:১৪
Share:

জিম্বাবোয়ের বিরুদ্ধে শতরানের পরে শুভমন। ছবি: টুইটার

আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম শতরান করার সঙ্গে একাধিক নজির গড়লেন শুভমন গিল। প্রথম শতরানের পরেই তিনি ছাপিয়ে গেলেন সচিন তেন্ডুলকর ও রোহিত শর্মাকে। সচিনের ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন ভারতের এই তরুণ ব্যাটার।

Advertisement

এত দিন পর্যন্ত জিম্বাবোয়েতে এক জন ভারতীয় ক্রিকেটারের করা সর্বোচ্চ রানের নজির ছিল সচিনের দখলে। ১৯৯৮ সালে একটি এক দিনের ম্যাচে ১২৭ রান করেছিলেন তিনি। সেই রেকর্ড ভাঙলেন শুভমন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে ৯৭ বলে ১৩০ রান করেছেন তিনি।

শুভমন টপকে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিতকেও। জিম্বাবোয়েতে সব থেকে কম বয়সে শতরান করার রেকর্ড ছিল রোহিতের দখলে। ২৩ বছর ২৮ দিন বয়সে শতরান করেছিলেন তিনি। শুভমান শতরান করেছেন ২২ বছর ৩৪৮ দিন বয়সে।

Advertisement

২০১৯ সালে অভিষেক হওয়ার পর থেকে এই ম্যাচের আগে পর্যন্ত ভারতীয় জার্সিতে ১১টি টেস্ট ও আটটি এক দিনের ম্যাচ খেলেছেন শুভমন। টেস্টে চারটি ও এক দিনের ক্রিকেটে তিনটি অর্ধশতরান করলেও তিন অঙ্কে পৌঁছাতে পারছিলেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র ২ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল তাঁর। কিন্তু এ দিন কোনও ভুল করেননি তিনি। মাত্র ৮২ বলে নিজের আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম শতরান করেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement