দলকে জেতানোর পরে অধিনায়ক রোহিত শর্মার (বাঁ দিকে) সঙ্গে শিবম দুবে। ছবি: পিটিআই
ব্যাট হাতে রান করছেন। পর পর দু’ম্যাচে এসেছে অর্ধশতরান। বল হাতেও উইকেট নিয়েছেন। কিন্তু তার পরেও শিবম দুবে নিশ্চিত নন যে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাবেন কি না। সেই কারণে এখন থেকে বিশেষ কিছু ভাবতে রাজি নন শিবম। শুধু নিজের কাজ মন দিয়ে করে যেতে চান তিনি।
ইন্দোরে অর্ধশতরানের পরে শিবম বলেন, ‘‘আগে ভাবতাম যে এর পর কী হবে? খুব চিন্তা হত। কিন্তু এখন সেটা বদলে গিয়েছে। এখম বর্তমানে থাকতে ভালবাসি। নিজের কাজ করি। কী ভাবে খেলা আরও ভাল করা যায় সেই চেষ্টা করি। নিজেকে মাটির কাছাকাছি রাখি। আমার কাজ ভাল খেলা। বাকি কিছু আমার হাতে নেই। এই কথাটা মেনে চলার চেষ্টা করি।’’
আফগানিস্তান সিরিজ়ে যে ফর্মে রয়েছেন তা আগামী দিনেও করতে চান শিবম। তিনি বলেন, ‘‘মাঝে খারাপ সময় গিয়েছে। অনেক পরিশ্রম করে ফিরেছি। এ বার আর পিছনের দিকে তাকাতে চাই না। আইপিএলেও ভাল খেলতে চাই। আরও পরিশ্রম করতে চাই। বাকিটা ঈশ্বরের হাতে।’’
মোহালিতে প্রথম ম্যাচে ৪০ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন। দ্বিতীয় ম্যাচে ৩২ বলে ৬৩ রান করেন। চারটি ছক্কা মারেন তিনি। তার মধ্যে মহম্মদ নবিকে এক ওভারে পর পর তিন বলে তিনটি ছক্কা হাঁকান। দু’টি ম্যাচেই অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই বাঁ হাতি ব্যাটার।
তার পরেও তাঁর জায়গা অনিশ্চিত। কারণ, বিশ্বকাপের আগে চোট সরিয়ে দলে ফিরতে পারেন হার্দিক পাণ্ড্য। তিনিও পেসার-অলরাউন্ডার। তেমনটা হলে নির্বাচকেরা দু’জন পেসার-অলরাউন্ডারকে দলে নেবেন কি না তা নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই এখন এ সব কথা ভাবতে চান না শিবম। শুধু নিজের খেলার দিকে নজর দিতে চান তিনি।