Shakib Al Hasan

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণে বিরক্ত শাকিব, নির্বাসন নিয়ে মুখ খুললেন প্রাক্তন নেতা

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য শাকিব আল হাসানের বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়। সে সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাঁর সঙ্গে তেমন যোগাযোগ রাখেনি বলে অভিযোগ প্রাক্তন অধিনায়কের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৫:২৩
Share:
picture of Shakib Al Hasan

শাকিব আল হাসান। —ফাইল চিত্র।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্ষোভ উগরে দিলেন শাকিব আল হাসান। কাউন্টি ক্রিকেটে ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের জন্য শাকিবকে নির্বাসিত হয়েছিল। তাঁর বোলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল। ক্রিকেটজীবনের কঠিন সময়ে বিসিবির আচরণে অসন্তুষ্ট বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

সারের হয়ে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট খেলার সময় শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। সম্প্রতি পরীক্ষা দিয়ে বল করার ছাড়পত্র পেয়েছেন শাকিব। বছরের শুরুর দিকেও এক বার পরীক্ষা দিয়েছিলেন শাকিব। সে বার উত্তীর্ণ হতে পারেননি। খানিকটা সে জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির দলে তাঁকে রাখেনি বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট কর্তাদের সেই আচরণে হতাশ শাকিব। ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘‘আমার কোনও অভিযোগ নেই। তবে নিষেধাজ্ঞার সময় বিসিবি একটু যোগাযোগ রেখে চললে ভাল লাগত। খুশি হতাম।’’

বোলিং অ্যাকশন সংশোধন করার জন্য সারের বোলিং কোচ গ্যারেথ ব্যাটির কাছে বেশ কিছু দিন অনুশীলন করেন শাকিব। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার সিরাজুল্লা খাদেম এবং ছোটবেলার কোচ মহম্মদ সালাউদ্দিনেরও পরামর্শ নেন। তার পর পরীক্ষা দিয়ে বল করার ছাড়পত্র পেয়েছেন।

Advertisement

উল্লেখ্য, গত বছর নভেম্বরের পর দেশের হয়ে আর মাঠে নামার সুযোগ হয়নি শাকিবের। ভারতের বিরুদ্ধে কানপুরে শেষ টেস্ট খেলেন। সে সময় শাকিব বলেছিলেন দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং একটি খুনের মামলায় জড়িয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতার জন্য দেশে ফিরতে পারেননি আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement