শাকিব আল হাসান। — ফাইল চিত্র।
দু’মাস আগে সারের হয়ে কাউন্টিতে খেলতে গিয়েছিলেন একটি ম্যাচ। সেই ম্যাচে শাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তুললেন আম্পায়ারেরা। তাঁকে ইংল্যান্ডে গিয়ে বোলিংয়ের পরীক্ষা দেওয়ার জন্য ডাকা হয়েছে।
সেপ্টেম্বরে সমারসেটের বিরুদ্ধে চ্যাম্পিয়নশিপের ম্যাচে সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন শাকিব। সেই ম্যাচে ৬৩ ওভার বল করে ৯টি উইকেট নিয়েছিলেন। তবে দলকে জেতাতে পারেননি। সারেকে ১১১ রানে হারায় সমারসেট। টানা তিন বার চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি সারের।
ম্যাচে শাকিবের কোনও ওভারেই ‘নো বল’ ডাকেননি আম্পায়ারেরা। এমনকি বোলিং অ্যাকশনে যে গলদ রয়েছে সেটাও তাঁকে ডেকে বলেননি মাঠের আম্পায়ার স্টিভ ও’শনেসি এবং ডেভিড মিলস। এখন তাঁরা সেই অভিযোগ তুলেছেন।
শাকিবকে নিলম্বিত করা হয়নি। তবে আইসিসি অনুমোদিত কোনও কেন্দ্রে গিয়ে বোলিংয়ের পরীক্ষা দিতে হবে বলে জানা গিয়েছে। আগামী দু’সপ্তাহের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দু’দশকব্যপী কেরিয়ারে সম্ভবত এই প্রথম বার শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে কোনও অভিযোগ উঠল। সব ফরম্যাট মিলিয়ে ৪৪৭টি ম্যাচে ৭১২টি উইকেট রয়েছে শাকিবের।
শাকিবের আন্তর্জাতিক কেরিয়ার আপাতত বিশ বাঁও জলে। ভারতের বিরুদ্ধে টেস্ট খেলার পর আমেরিকায় ফিরে গিয়েছেন তিনি। দেশের মাটিতে শেষ টেস্ট খেলার স্বপ্ন পূরণ হয়নি। ডাক পাননি আমিরশাহিতে অনুষ্ঠেয় আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ়েও।