চার বাঁচিয়ে আওয়াজ খেলেন আফ্রিদি। —ফাইল চিত্র
ঠিক ১৭ দিন পরে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি ফিরে এল। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সমর্থকদের হাত ধরে।
গত ১১ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় পাকিস্তান। সেই ম্যাচে শাহিন শাহ আফ্রিদির এক ওভারে পরপর তিনটি ছয় মেরে অস্ট্রেলিয়াকে জিতিয়ে দেন ম্যাথু ওয়েড। রবিবার বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিন আফ্রিদি বল করার সময় চট্টগ্রাম স্টেডিয়ামের দর্শকরা ওয়েডের নাম তুলে আফ্রিদিকে আওয়াজ দেন।
আফ্রিদি একটি চার বাঁচাতে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। পাকিস্তানী জোরে বোলার মাটিতে শুয়ে পড়ে চার বাঁচালে গ্যালারি থেকে এক দর্শক তাঁর বলে ওয়েডের ছক্কার হ্যাটট্রিকের কথা মনে করিয়ে দেন। গোটাটাই মাইক্রোফোনে ধরা পড়ে।
শেষ হাসি অবশ্য আফ্রিদিই হাসেন। বল করতে এসে এক ওভারে ফিরিয়ে দেন শাদমান ইসলাম ও নাজমুল শান্তকে। তিন বলের ব্যবধানে বাংলাদেশের পরপর দুটি উইকেট পড়ে যাওয়ায় গোটা স্টেডিয়াম চুপ হয়ে যায়।