Bengal Pro T20 League

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগে জয় দিয়ে শুরু শিলিগুড়ির, হার মনোজের ডায়মন্ডের

ব্যাট হাতে রান পেলেন না মনোজ। তাঁর দলও হেরে গেল বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে। ৪ উইকেট নিয়ে শিলিগুড়ির জয়ে বিশেষ অবদান রাখলেন সুরজ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৪ ০০:১৯
Share:
Picture of Bengal Pro T20

জয়ের উচ্ছ্বাস শিলিগুড়ি স্ট্রাইকার্সের ক্রিকেটারদের। — নিজস্ব চিত্র।

বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের প্রথম ম্যাচে হেরে গেল মনোজ তিওয়ারির হারবার ডায়মন্ডস। সার্ভোটেক শিলিগুড়ি স্ট্রাইকার্স ৮ রানে জিতল। প্রথমে ব্যাট করে ঋত্বিক রায় চৌধুরীর দল ১৯.৩ ওভারে ১৪১ রান করে। জবাবে মনোজের দলের ইনিংস ১৯.৫ ওভারে ১৩৩ রানে শেষ হয়। ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন শিলিগুড়ির সুরজ জয়সওয়াল।

Advertisement

শিলিগুড়ির পক্ষে ওপেনার অঙ্কুর পাল ১৮ বলে ৩১ রানের ইনিংস খেলেন। ৪টি চার এবং ১টি ছক্কা মারেন তিনি। চার নম্বরে নামা শান্তনু করেন ৪১ বলে ৪৪। ৩টি চার এবং ১টি ছয় মারেন তিনি। এ ছাড়া বিকাশ সিংহ ১৩ বলে ২০ রানের ইনিংস খেলেন। আর কেউ বলার মতো রান করতে পারেননি। অধিনায়ক ঋত্বিকের অবদান ৫ বলে ১ রান।

মনোজের দলের সফলতম বোলার প্রয়াস বর্মন ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। ২৫ রানে ২ উইকেট আমন সিংহ শেখাওয়াতের। ২৭ রানে ২ উইকেট নেন অরিত্র চট্টোপাধ্যায়। ২৬ রানে ১ উইকেট অনুরাগ তিওয়ারির। ২৯ রানে ১ উইকেট মহম্মদ কাইফের।

Advertisement

জবাবে মনোজদের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ১০ রানের মধ্যে ২ উইকেট চলে যায়। কিছুটা লড়াই করলেন চার নম্বরে নামা প্রয়াস এবং আট নম্বরে নামা ইমপ্যাক্ট প্লেয়ার বাদল সিংহ। প্রয়াস ১৯ বলে ৩২ রান করেন ৩টি চার এবং ১টি ছয়ের সাহায্যে। বাদলের ব্যাট থেকে এসেছে ২২ বলে ৩৭ রানের ইনিংস। ৩টি চার এবং ২টি ছক্কা মেরেছেন তিনি। ডায়মন্ডের আর কোনও ব্যাটার তেমন লড়াই করতে পারলেন না। অধিনায়ক মনোজ করলেন ১৩ বলে ৪ রান।

শিলিগুড়ির সুরজ ২৯ রানে ৪ উইকেট নিলেন। ৩১ রানে ৩ উইকেট রাজকুমার পালের। ১২ রান দিয়ে ১ উইকেট বিকাশ সিংহের। ১৮ রানে ১ উইকেট বিশাল ভাটির। আকাশ দীপ ১ উইকেট পেলেন ২২ রান খরচ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement