ভারতের টেস্ট দল। — ফাইল চিত্র।
মেলবোর্ন টেস্টে হেরে অস্ট্রেলিয়া সিরিজ়ে ১-২ পিছিয়ে গিয়েছে ভারত। সোমবার পঞ্চম দিনের খেলার শেষ সেশনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং। রোহিত শর্মাদের হার দেখে নিজের হতাশা ব্যক্ত করেছেন সঞ্জয় মঞ্জরেকর। প্রাক্তন ক্রিকেটার সমাজমাধ্যমে ৩৩ শব্দের একটি পোস্টে ভারতের হারের পাঁচটি কারণ খুঁজে বার করেছেন।
মঞ্জরেকর লিখেছেন, “জয়সওয়ালের ফস্কানো ক্যাচ বা কোনও বিতর্কিত সিদ্ধান্ত বা খারাপ দল নির্বাচন বা বেশির ভাগ অভিজ্ঞ ব্যাটারদের ব্যর্থতা বা দুর্বল বোলিং আক্রমণের জন্য ভারত হারেনি। ভারত হেরেছে উপরের সবক’টা কারণের জন্য।”
শুধু সমাজমাধ্যমে লেখাই নয়, ধারাভাষ্য দেওয়ার সময়েও মঞ্জরেকর ভারতীয় দলের সমালোচনা করেছেন। তাঁর মতে, বিরাট কোহলির আগে রোহিত শর্মার অবসর নেওয়া উচিত। মঞ্জরেকরের কথায়, “রোহিত শর্মা এবং বিরাট কোহলির কোনও তুলনা হয় না। কোহলি এখনও নিজের জায়গায় রয়েছে। দারুণ টেস্ট ব্যাটার। রোহিত সেখানে মোটামুটি ভাল। সাদা বলের ক্রিকেটে ও দুর্দান্ত।”
তিনি আরও বলেছেন, “বিরাটের উচিত আরও কিছু দিন খেলা চালিয়ে যাওয়া। তবে শুধু বিরাট, রোহিতের কথা নয়, আমি জানতে চাই ভারতের ব্যাটিং কোচ কী করছে। এত ভাল একটা ব্যাটারের সাধারণ সমস্যাই মেটাতে পারছে না। অনেক কথা হয়েছে কোহলিকে নিয়ে। এ বার ওকে একা ছেড়ে দেওয়া দরকার।”